প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে পর্ষদ ৷ কিন্তু থামছে না বিতর্ক ৷ নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে মুখর হন টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা ৷ তাদের বক্তব্যকে সমর্থন করে, প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে দেখায় বিরোধীরা ৷ এবার তাই বিরোধীদের জবাবে পার্থ জানান যে অনিয়ম হয়নি টেটে ৷
advertisement
পাশাপাশি সোমবার বিরোধীদেরপ জবাব দিতে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ ৷ নিয়োগপত্র হাতে পাওয়া নিয়ে রাজ্যের প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠলেও তা মানতে নারাজ শিক্ষামন্ত্রী ৷ টেট পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়াও অত্যন্ত স্বচ্ছ্বতার সঙ্গে হয়েছে বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ৷ এর আগে তিনি জানিয়েছিলেন, ‘‘ বিক্ষোভের পিছনে কারা আছে জানি ৷ লাল-গেরুয়া-তেরঙা এক হয়েছে ৷ সিপিএম সেই বিক্ষোভে উসকানি দিচ্ছে ৷ বাম আমলেই শিক্ষার মান নেমেছে ৷ প্রকৃত শিক্ষকরা উপেক্ষিত হয়েছেন সেসময় ৷ ’’