TRENDING:

Partha Chatterjee: আদালতের ৩ পর্যবেক্ষণ মুছে ফেলার আর্জি পার্থর! হাই কোর্ট জানাল, 'অত্যন্ত অসুবিধার'

Last Updated:

Partha Chatterjee: এই পর্যবেক্ষণ নির্দেশনামায় থাকলে জামিন পেতে অসুবিধা হবে। আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার হাই কোর্টের নির্দেশের সংশোধন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। গতকালের নির্দেশনামা থেকে বেশ কিছু পর্যবেক্ষণ মুছে দেওয়ার আর্জি জানান তিনি। যে অংশগুলি মুছে ফেলার আর্জি সেগুলি হল -
পার্থর আবেদন
পার্থর আবেদন
advertisement

১) অভিযোগ হল, চাকরি দেওয়ার নামে FIR-এ নাম থাকা অভিযুক্তরা টাকা নিয়েছেন।এই ধরনের দুর্নীতিপূর্ণ আচরণের মাধ্যমে বিপুল টাকা সংগ্রহ করেছেন অভিযুক্তরা।

২) কেস ডাইরি থেকে দেখা যাচ্ছে যে তল্লাশি অভিযানের সময় অভিযুক্তের আইনজীবী উপস্থিত ছিলেন। ফলে আইনজীবী থাকতে না দেওয়ার যে অভিযোগ অভিযুক্ত তুলেছেন, তা সম্ভবত মিথ্যা।

আরও পড়ুন: পেরিয়ে গেছে ৩ ঘণ্টা, ঢুকতে দেওয়া হয়নি আইনজীবীদের, পার্থর হল একাধিক টেস্ট

advertisement

৩) বর্ষীয়াণ ক্যাবিনেট মন্ত্রী যার অপরিসীম ক্ষমতা রয়েছে এবং যিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তার পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি এটা ঘটে তাহলে বিচার ব্যবস্থা হাজার হাজার যোগ্য প্রার্থীদের অশ্রু ধারায় অভিশপ্ত হবে যাদের ভবিষ্যৎ টাকার লোভে বলি প্রদত্ত হয়েছে।

advertisement

আরও পড়ুন: নজরে 'আস্থাভাজন' কাউন্সিলররা, কী ভূমিকা তাঁদের? পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জাল গোটাচ্ছে ইডি!

এই পর্যবেক্ষণ নির্দেশনামায় থাকলে জামিন পেতে অসুবিধা হবে। আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। যদিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিচারপতি বিবেক চৌধুরী মন্তব্য, একজন সাধারণ মানুষ হিসাবে আমার পর্যবেক্ষন। প্রত্যেকদিন যদি আমাদের নিজেদের নির্দেশের ব্যাখ্যা নিজেদেরই করতে হয়, তাহলে সেটা অত্যন্ত অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: আদালতের ৩ পর্যবেক্ষণ মুছে ফেলার আর্জি পার্থর! হাই কোর্ট জানাল, 'অত্যন্ত অসুবিধার'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল