TRENDING:

Partha Chatterjee: এসএসকেএম থেকে বের করা হল পার্থকে, বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুল্যান্স

Last Updated:

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজ সকালেই ভুবনেশ্বর এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার কথা৷ ইতিমধ্যেই গুয়াহাটি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স৷ এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে পার্থ চট্টোপাধ্যায়কে বিমানবন্দরে নিয়ে আসা হবে৷
এসএসকেএম হাসপাতাল থেকে এই অ্যাম্বুল্যান্সেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে৷
এসএসকেএম হাসপাতাল থেকে এই অ্যাম্বুল্যান্সেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে৷
advertisement

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই ভুবনেশ্বর যাবেন ইডি অফিসার মিথিলেশ কুমার মিশ্র৷ এছাড়াও থাকবেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত৷ চিকিৎসক তুষারকান্তি পাত্রও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভুবনেশ্বর পৌঁছবেন৷

আরও পড়ুন: টিকলো না প্রতিরোধ, শেষেমেষ হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা, ভেঙে পড়লেন তাসের ঘরের মতো...

স্বাস্থ্য পরীক্ষার পর আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট আজই ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে৷ শনিবার গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত৷ সেই মতো হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷

advertisement

কিন্তু এসএসকেএম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ছিল না ইডি-র৷ ফলে হাসপাতালের রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অন্য কোনও রাজ্যে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর আবেদন জানানো হয় ইডি-র তরফে৷ সেই আবেদনেই সাড়া দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷

সেই মতো এ দিন ভোরেই এসএসকেএম হাসপাতালে পৌঁছন ইডি আধিকারিকরা৷ সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতাল থেকে বের করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ সূত্রের খবর, গতকাল রাতে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা৷ কিন্তু সেই খাবার তাঁকে দিতে দেয়নি ইডি৷ ফলে, রাতে হাসপাতালের খাবারই খান তৃণমূলের শীর্ষ নেতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সেতু নেই, বিয়ে হচ্ছে না যুবক-যুবতীদের, চিকিৎসা নিয়েও ভোগান্তি! সমস্যায় ঝিল্লির বাসিন্দারা
আরও দেখুন

সহ প্রতিবেদন- সাহ্নিক ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: এসএসকেএম থেকে বের করা হল পার্থকে, বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুল্যান্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল