‘চোর’ মন্তব্যে অভিমানি পার্থ। আদালতে ঘনিষ্ঠ মহলে পার্থর অভিমান, '' চোর হলে এক জায়গায় ৫ বার জিততাম না। সৎ না হলে আমাকে মানুষ ৫ বার জেতাতেন না। যাঁরা আমাকে জানেন তাঁরা চোর বলবেন না। বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না।''
সূত্রের খবর, এদিন কোর্ট রুমের ভিতর ঘনিষ্ঠ মহলে পার্থ বলেন, '' ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু ওরা আমায় চুপ থাকতে দেবে না। এবার আমায় মুখ খুলতে হবে। যাঁরা আমার জীবন যাত্রা জানে, তাঁরা জানে আমি কতটা সাধারণ জীবন কাটাই। আমি অসৎ হলে একই জায়গায় থেকে ৫ বার জিততে পারতাম না। সৎ না হলে মানুষ কী আমাকে জেতাত? যে মানুষটা রাস্তায় বসে করোনা সামলেছে, সে কখনও চুরি করতে পারে না। সেটা যে জানে সে আমায় কিছুতেই খারাপ মানুষ ভাবতে পারেনা বা আমার সম্পর্কে খারাপ কথা লিখতে আপরে না। কিছু ভাবতে পারে না লিখতে পারে না...।''
advertisement
আত্মবিশ্বাসী পার্থের কথায়, '' বেহালার মানুষ আমায় চোর বলতে পারে না। যাঁরা বলছেন, তাঁরা প্রমান দিয়ে কথা বলুন।''