প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর রক্তে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রায় সমস্যা রয়েছে। আজ শনিবার ফের মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে পরীক্ষা করেন। হার্টের অবস্থা কী রকম, তা জানতে আজ ফের ইকো-কার্ডিওগ্রাম করা হবে। ফের ব্লাড টেস্টও করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
আরও পড়ুনঃ লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বিরাট নির্দেশ! মাধ্যমিকের সেন্টারে সেন্টারে বড় বদল, নোটিস দিল পর্ষদ
advertisement
এসএসকেএম সূত্রে খবর, এই অসুস্থতার মূল কারণ খাদ্যাভ্যাস বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ বয়স অনুযায়ী খাদ্যাভ্যাসের সংযম নেই পার্থ চট্টোপাধ্যায়ের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও কিছুটা আচ্ছন্ন ভাব রয়েছে প্রাক্তন মন্ত্রীর। হাসপাতালে আসার পর, খাবারে রুচি নেই তাঁর। শুক্রবার যদিও জোর করেই খাওয়ানো হয়েছে তাঁকে। মেডিক্যাল বোর্ড সূত্রে খবর, আগে থেকে কিডনির সমস্যা থাকায় ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও সংকট মুক্ত নন।
আরও পড়ুনঃ কলকাতা-বকখালি রুটে পথদুর্ঘটনা! কন্টেনারে ধাক্কা গাড়ির, সাতসকালে রক্তের বন্যা! মৃত্যু, আহত অনেকেই…
জানা গিয়েছে, সম্প্রতি জেলে প্য়ানিক অ্য়াটাক হয় পার্থর। পার্থকে জেলের হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞরা পরীক্ষা করেন। তারপরেও বুকে ব্য়থা না কমায় জেল কর্তৃপক্ষের তরফে তাঁর চিকিৎসার জন্য় SSKM-এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠন করার কথা বলা হয়। এরপর হাসপাতালে ভর্তি হন পার্থ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ। সেই থেকে একটানা জেলবন্দি। এরপর ইডির মামলায় ২০ জানুয়ারি জামিন পান তিনি।