এ দিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু' দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর শারীরিক অবস্থায় আদালতকে মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷
আরও পড়ুন: পার্থর গ্রেফতারিতে উজ্জীবিত বিজেপি, অগাস্টেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে৷ তাঁর আইনজীবীরা এ দিন সংবাদমাধ্যমের সামনেও দাবি করেছেন, গ্রেফতারির পর যথেষ্টই অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
এ দিন সকালেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷
আদালতের নির্দেশ মতো রাত আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রথমে কার্ডিওলজি শাখার জরুরি বিভাগে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন৷ করা হয় বেশ কিছু রক্ত পরীক্ষা৷ রক্তচাপও মাপা হয়৷ এর পরেই পার্থ বাবুকে আইসিসিইউ-তে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ সহ ক্রিটিকাল মেডিসিনের চিকিৎসকরা পার্থ চট্টোপাধ্যায় কে পরীক্ষা-নিরীক্ষা করছেনবলেই হাসপাতাল সূত্রে খবর।