TRENDING:

পান্ডে ব্রাদার্সের কোটির সেঞ্চুরি, ১৩৪ কোটি লেনদেনের হদিশ পেল লালবাজার

Last Updated:

নতুন করে ১৭ টি অ্যাকাউন্টের হদিস মেলে, তার মধ্যে ৬ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। আরও অজস্র অ্যাকাউন্ট থেকে সেপ্টেম্বর মাসেই ৭৭ কোটির লেনদেন হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পান্ডে ব্রাদার্সের কোটির সেঞ্চুরি, ১৩৪ কোটি লেনদেনের হদিশ পেল লালবাজার! নতুন করে ১৭ টি অ্যাকাউন্টের হদিস মেলে, তার মধ্যে ৬ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। আরও অজস্র অ্যাকাউন্ট থেকে সেপ্টেম্বর মাসেই ৭৭ কোটির লেনদেন হয়েছে। শিবপুরের বাড়ি থেকে নগদ ৮ কোটি উদ্ধার পুলিশের।
advertisement

তদন্তে দেখা গিয়েছে, স্ট্র্যান্ড রোডের ঠিকানা দেখিয়ে এর আগে কানাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তার জেরে আয়তর দফতরের আধিকারিকরাও স্ট্র্যান্ট রোডের ওই ঠিকানায় হানা দেন মাস খানেক আগে। সে বার ওই ঠিকানা থেকে নগদ ৬ কোটি টাকা উদ্ধার হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

তদন্তে দেখা গিয়েছে, অনলাইন মাধ্যমে চিটফান্ড কারবার চলছিল। সেই সংক্রান্ত একটি অ্যাপের হদিশও মিলেছে। আমেরিকা বলে দেখানো হলেও আদতে সেটি নাইজিরিয়া থেকে চালানো হত বলে জানা গিয়েছে। ওই অ্যাপটি কে ডেভলপ করল, কোথা থেকে পরিচালনা হত, সেটি ডাউনলোডের বিধিনিয়ম কী, সেই সংক্রান্ত বিশদ তথ্য হাতে পেতে গুগল-কে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। গোয়েন্দারা তদন্তে দেখেছেন, যারা অ্যাপ্লিকেশনের প্রমোশনের দায়িত্বে ছিলেন তারা নেপালের বাসিন্দা। জানা যাচ্ছে, অ্যাপটির প্রচারে বহু মানুষকে ফোন করা হয়। সেই ফোনগুলি মূলত নেপাল থেকেই এসেছিল। তাই এই টাকা উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক চক্রের সংযোগ রয়েছে বলেও মনে করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পান্ডে ব্রাদার্সের কোটির সেঞ্চুরি, ১৩৪ কোটি লেনদেনের হদিশ পেল লালবাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল