TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার বলি হওয়া পরিবারদের চাকরি দেবে রাজ্য

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার বলি হওয়া নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিংসা, খুনোখুনির মধ্যে দিয়ে হয়েছিল এ’বছর পঞ্চায়েত নির্বাচন। সরকারি পরিসংখ্যান বলছে, রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকে ভোটের দিন পর্যন্ত রাজনৈতিক হিংসার বলি ১৯। যুযুধান রাজনৈতিক পক্ষের পাশাপাশি হামলার শিকার হয়েছেন ভোটকর্মীরাও। রাজ্য নির্বাচন কমিশন ‘ক্ষতিগ্রস্ত’ ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায়। এবার, পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার বলি হওয়া নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। প্রত্যেক পরিবারের একজনকে হোম গার্ড ভলান্টিয়ার-এর চাকরি দেওয়া হবে। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
advertisement

বাংলায় এমন ঘটনা নজিরবিহীন নয়। ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নিহত হয়েছিলেন ৭৬ জন (তার মধ্যে শুধু মুর্শিদাবাদেই ৪৫ জন)। ২০০৮ সালে নিহতের সংখ্যা ছিল ৩৬। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের হিংসার বলি হয়েছিলেন ৩৯ জন এবং ২০১৮ সালে ২৯ জন। তার মধ্যে ভোটের দিনেই ১৩ জন।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার বলি হওয়া পরিবারদের চাকরি দেবে রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল