TRENDING:

আজও কাটল না জট, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা সম্ভবত কাল

Last Updated:

হাইকোর্টে উঠল মামলা ৷ বিরোধীদের বিপক্ষেই রায় দিল হাইকোর্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাইকোর্টে উঠল মামলা ৷ বিরোধীদের বিপক্ষেই রায় দিল হাইকোর্ট ৷ কিন্তু পঞ্চায়েত জট কেটেও যেন কাটল না ৷ রাজ্য সরকার চায়, রমজান মাস শুরুর আগে ভোট শেষ হোক এবং একদফায় পঞ্চায়েত ভোট হোক ৷ কিন্তু রাজ্য সরকারের এই আর্জির সঙ্গে সহমত নয় নির্বাচন কমিশন ৷ মঙ্গলবারও পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট নিয়ে জটিলতা কাটেনি ৷
advertisement

নির্বাচন কমিশনের দাবি, একদফায় ভোট হলে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ তাই দু’দফায় ভোট করার দাবিতে সরব নির্বাচন কমিশন ৷ কিন্তু রাজ্য সরকারের যুক্তি, মনোনয়ন জমা দিতে না পারায় মোট আসনের প্রায় ২৭ শতাংশতেই জিতে গিয়েছে তারা ৷ তাই তিন দফায় ভোটের প্রয়োজন নেই বলেই মত রাজ্য সরকারের ৷ আর এই নিয়েই নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে পঞ্চায়েত সচিব সৌরভ দাসের মতানৈক্য হয় ৷

advertisement

আরও পড়ুন 

আমি রাহুলের পায়ে পড়তে পারব না, কংগ্রেস নিয়ে তির্যক মমতা

মঙ্গলবার সৌরভ দাসের সঙ্গে অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে একদফায় বৈঠকের পর সমাধান সূত্র মেলেনি ৷ দু’তরফই নিজের দাবি নিয়ে অনড় ছিলেন ৷ দ্বিতীয় দফার বৈঠকের কথা থাকলেও তা হয়নি। পুরো বিষযটি সৌরভ দাস মুখ্যসচিবকে জানিয়েছেন ৷ কিন্তু ভোটের তারিখ নিয়ে আবারও জটিলতা দেখা যেতে পারে বলে সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তবে, আদালতের সব নির্দেশ ও রায়ের কপি হাতে পাওয়ার পরেই সাবধানে পা ফেলতে চাইছে কমিশন। সেক্ষেত্রে ভোটের দিনক্ষণ ঘোষণা আরও অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছে কমিশনের একাংশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আজও কাটল না জট, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা সম্ভবত কাল