ইডির দাবি, পাকিস্তানের পরিচয় গোপন করতেই নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করছিলেন এই আজাদ হোসেন।গ্রেফতারের পর টানা জেরা ও তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে আজাদ আদতে বাংলাদেশের নয়, পাকিস্তানের নাগরিক।
advertisement
ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো নথি তৈরির মতো একাধিক জালিয়াতির অভিযোগে ২০২২ -এ গ্রেফতার করা হয় আজাদ চৌধুরী ওরফে আজাদ হোসেনকে। ইতিমধ্যেই আরও একটি প্রতারণা মামলায় নাম উঠে এসেছে এই আজাদের। আর তাতেই ২০২২-এ ধৃত আজাদকে নতুন ইসিআইআর করে ফের হেফাজতে নিল ইডি। আর তাতেই উঠে এল চাঞ্চ্যলকর তথ্য। ইডির দেওয়া তথ্য বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৬২ কোটি টাকা রয়েছে আজাদ হোসেনের। এই আজাদ দেশ বিরোধী কার্যকলাপে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে বলেই আদালতকে জানিয়েছে ইডি।
আরও পড়ুন: হার্টের শিরা ‘ব্লক’ হয়ে গেলেই… দেখা দেয় এই ‘৫’ লক্ষণ, সাবধান! হালকা নেবেন না একদম, নইলে!
অভিযোগ, বাংলাদেশ হয়ে এ দেশে ঢুকে ভুয়ো ভারতীয় পরিচয় বানানো এবং তা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করেন আজাদ। বিদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন বলেও আদালতে দাবি ইডির।
আরও পড়ুন: ১টি টিকিটে কত টাকা ‘লাভ’ করে ভারতীয় রেল…? শুনলেই চমকাবেন ‘উত্তরে’!
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আরও দাবি, পৃথক পৃথক তথ্য দিয়ে দু-দুটি ভোটার, দুটি আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন আজাদ হোসেন। বর্তমান পরিস্থিতিতে এটা দেশের সুরক্ষার জন্য রীতিমত উদ্বেগের বলেই আদালতে দাবি ইডির।