TRENDING:

হাইকোর্টের নির্দেশ মেনে আজ ফের জমা দেওয়া যাবে মনোনয়ন পত্র

Last Updated:

হাইকোর্টের নির্দেশে পিছিয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশে নতুন করে স্থির হয়েছে মনোনয়ন জমা দেওয়ার দিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাইকোর্টের নির্দেশে পিছিয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশে নতুন করে স্থির হয়েছে মনোনয়ন জমা দেওয়ার দিন ৷ হাইকোর্টের নির্দেশ মেনেই সোমবার ফের মনোনয়ন পত্র জমা দেবেন প্রার্থীরা ৷ আজ বেলা ১১ টা থেকে ৩টে অবধি ফের মনোনয়ন জমা দেওয়া যাবে বলে জানা গিয়েছে ৷ ২৫ এপ্রিল মনোনয়ন পত্র স্ক্রুটিনি করার দিন স্থির হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: ‘বিজেপিই দেশের মূল শত্রু’, সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেই বিজেপির বিরুদ্ধে সরব ইয়েচুরি

বেলা ১১ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। বিডিও অফিসের পাশাপাশি এসডিও অফিসেও জমা দেওয়া যাবে মনোনয়ন। সকাল থেকেই মনোনয়ন জমা দিতে বিভিন্ন জেলায় তৎপরতা তুঙ্গে। মনোনয়ন পর্বে নিরাপত্তা নিশ্চিত করতে সব জেলায় পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীদের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস কমিশনের।

advertisement

কমিশন সূত্রে খবর, আগে জমা পড়া সব মনোনয়নই বৈধ থাকছে। এদিন দুপুরে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। তারপরইপঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে।

তবে, নতুন করে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন স্থির হলেও পঞ্চায়েত ভোট কবে হবে সেই দিন এখনও স্থির হয়নি ৷ এর আগেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের পর রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে কমিশন ৷ পঞ্চায়েত ভোটের বিভিন্ন বিভিন্ন বিষয়ই ছিল এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ৷

advertisement

আরও পড়ুন: মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কমিশনের বিরুদ্ধে ফের মামলার হুমকি বিজেপির

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

প্রসঙ্গত, রবিবার রাজ্যের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন ৷ কিন্তু সেই বৈঠকেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ কিন্তু তার মাঝেই মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয় বিতর্ক ৷ বিজ্ঞপ্তিতে মনোনয়ন জমার জায়গার উল্লেখ নেই ৷ এই অভিযোগে কমিশনকে মেলও করে বিজেপি ৷ এমনকী, কমিশন যদি মেলের উত্তর না দেয় তাহলে মামলার হুমকিও দিয়েছে বিজেপি ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইকোর্টের নির্দেশ মেনে আজ ফের জমা দেওয়া যাবে মনোনয়ন পত্র