বাজার ঘুরে আজও উত্তর খুঁজে পায়নি,টাস্ক ফোর্সের কর্তারা। টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, বুধবার বাজারে পেঁয়াজের পাইকারি দর ৩০-৪০ টাকা পর্যন্ত গিয়েছে। বাজারে পেয়াঁজ অন্ততপক্ষে ৩-৪ ধরনের বিক্রি হয়।এক নম্বর মানের পেঁয়াজ সাধারণত বাজারে খুব কম পরিমাণে বিক্রি হয়।যে পেঁয়াজ বিক্রি হচ্ছে ,সেগুলো দু’নম্বর কিংবা তিন নম্বর মানের পেঁয়াজ।
advertisement
কমল দে বলেন, ‘আলু পেঁয়াজকে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের বাইরে করে দেওয়ার ফলে,সরকার বাজারে কিছু জিনিসে লাগাম টানতে পারছে না। কেন্দ্রীয় সরকারের কয়েকটি সিদ্ধান্ত যেগুলো কিছু সংখ্যক খুচরা ব্যবসায়ীকে সন্তুষ্ট করতে গিয়ে,কোটি কোটি সাধারণ ক্রেতাকে বিপাকে ফেলেছে।’ বিশেষজ্ঞদের মত, সরকার যদি খুচরো বাজারের বেশ কিছু জিনিসপত্র এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের মধ্যে আবার না আনে, তাহলে একেবারে অতি সাধারণ মানুষের বিপদ বাড়বেই।