রথতলার এক অভিজাত আবাসনে ৮ নম্বর ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে ইডি। ওই আবাসনের ব্লক ২, ২এ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ইডি অফিসার তালা ভেঙে প্রবেশ করেন। ৩০ মে অর্পিতার ফ্ল্যাটে অর্থাৎ ৮এ নম্বর ফ্ল্যাটে খাবার ডেলিভারি করতে এসেছিল। আবাসনের সম্পাদক অঙ্কিত চুরোলিয়া দৌড়ে আসেন ইডি-র এর ডাকে। তিনি জানান, অর্পিতা শেষ ২৮ মে এসেছিল। ৭ জুনও অর্পিতা ওই ফ্ল্যাটে ছিল, কারণ তার বাড়িতে সার্ভেন্ট কাজ করতে এসেছিল। ফ্ল্যাটের মালিক না থাকলে কাজে কেউ আসতে পারে না।
advertisement
আরও পড়ুন: '৩৮ তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছে, ২১ জন সরাসরি আমার সঙ্গে', পার্থ পর্বেই বিস্ফোরণ মিঠুনের
অঙ্কিত চুরুলিয়া আবাসনের সেক্রেটারি। তিনি আসার পর তার উপস্থিতিতে খোলা হল অর্পিতার ঘর। তালা ভেঙে ঘরে ঢোকে ইডি আধিকারিকরা। ভেতরে রয়েছে অনেকগুলি আলমারি। ব্লক ২ এর ফ্ল্যাটে তল্লাশি শেষ করে ইডি আধিকারিকেরা সবাই ব্লক ৫ এ চলে আসেন। ভেতরের আলমারিতে কী আছে তার তল্লাশি চলছে জোর কদমে। সেই সময়ই ফের টাকা পাওয়া যায় বলে সূত্রের খবর। সেই টাকার পরিমান কত, তা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: ধোপে টিকল না যুক্তি, আর্থিক বিষয়ে গ্রেফতার করতেই পারে ইডি! বিরাট রায় সুপ্রিম কোর্টের
সেই কারণেই বেলঘরিয়ার আবাসনে নামানো হল অতিরিক্ত ফোর্স। নিয়ে আসা হল প্রিন্টার। দেওয়ানপাড়া বেলঘড়িয়া অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে ইডি দফতরের আধিকারিকেরা প্রিন্টিং মেশিন নিয়ে আসলেন এবং বাইরে থেকে সেই মেশিন ভিতরে আধিকারিকদের হাতে তুলে দিলেন।