হালে শহর কলকাতায় মাঝেমধ্যেই উঠে আসছে রহস্যজনকভাবে বৃদ্ধ-বৃদ্ধা খুনের ঘটনা! কখনও নিউটাউন বা কখনও বেহালার শিশিরবাগান...রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে প্রবীনদের। বেহালার ফাঁকা বাড়িতে রহস্যমৃত্যু হয় বৃদ্ধার। লন্ডভন্ড ঘর থেকে উদ্ধার হয় বছর পঁচাত্তরের শুভ্রা ঘোষদস্তিদারের দেহ। ২২৬ বি, শিশিরবাগান রোড, বেহালার ঘিঞ্জি এলাকায় ভরদুপুরে বৃদ্ধার মৃত্যুতে আতঙ্ক ছড়ায়। বাড়ির দোতলার মেঝে থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়িতে একাই ছিলেন শুভ্রা ঘোষদস্তিদার। সকাল সোয়া এগারোটা নাগাদ বাড়িতে আসেন পরিচারিকা। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও দরজা না খোলায়, তিনি ফিরে যান। ঘণ্টা দেড়েক বাদে ফিরে আসেন পরিচারিকা। এক প্রতিবেশীকে নিয়ে ফের দরজা ধাক্কাতেই খুলে যায় দরজা। বাড়ির দোতলায় গিয়ে দেখেন, মেঝেতে উপুর হয়ে পড়ে বৃদ্ধার দেহ। পাশে পড়ে একটি স্ক্রু-ডাইভার। পুরো ঘর লন্ডভন্ড।
advertisement