বুধবার সকাল ৯ নাগাদ হঠাৎই ঘটে দুর্ঘটনা ৷ সুখিয়া স্ট্রিট ও এপিসি রোড ক্রসিংয়ে বেশ জোরেই ধেয়ে আসছিল ওলা ক্যাব ৷ ওইখানে দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলেন অরিন্দম পাঠক ৷ ওলা এসে ধাক্কা মারে বাইকে ৷ ততক্ষণাৎ বাইক থেকে পড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অরিন্দম ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন ব্যক্তি ৷ ওলা ক্যাবটিকে আটক করেছে পুলিশ ৷
advertisement
মে মাসের শুরুতে ভোরের কলকাতায় ময়দান এলাকায় ফের পথদুর্ঘটনার বলি হলেন একজন কলকাতাবাসী ৷ বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মিতিন কুমার নামে কসবার এক বাসিন্দার ৷ গুরুতর আহত অবস্থায় অভিরূপ বন্ধু গুহ ও আদিরাজ বন্ধু গুহ নামে দু’জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ ঘটনাটি ঘটেছে ময়দান এলাকার হসপিটাল রোডে ৷ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে আটক করেছে পুলিশ ৷