TRENDING:

OBC Reservation Case in High Court: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওবিসি জটে আটকাবে না, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Last Updated:

OBC Reservation Case in High Court: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনলাইন পোর্টালে ভর্তির আবেদন গ্রহণ চলবে। তবে আবেদন গ্রহণে অপশন জুড়তে হবে 'শুধু OBC তালিকা।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ওবিসি সংরক্ষণ মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বৃহস্পতিবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নতুন পর্যবেক্ষণ জুড়ল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে ওবিসি মামলা
হাইকোর্টে ওবিসি মামলা
advertisement

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনলাইন পোর্টালে ভর্তির আবেদন গ্রহণ চলবে। তবে আবেদন গ্রহণে অপশন জুড়তে হবে ‘শুধু OBC তালিকা।’ ‘শুধু OBC তালিকা’ বলতে ২০১০ আগের ৬৬ সম্প্রদায়ের তালিকা। ‘কলেজ ভর্তি ও নিয়োগে OBC ‘A’ ও ‘B’ শ্রেণিবিন্যাস এখন নয়।’ বিচারপতি মান্থা জানান, তারা মেধাতালিকা তৈরি করেনি। হাই কোর্টের নির্দেশের পরে রাজ্য বলেছে, এখন সকলকে ভর্তি নিতে পারবে। পরে শ্রেণিবিন্যাস করা হবে। যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করে, তখন এই অভিযোগ তোলা যাবে বলে জানিয়েছেন বিচারপতি মান্থা।

advertisement

আরও পড়ুন: কাটল ২ মাস, এখনও রাজ্য জয়েন্টের ফল নিয়ে কোনও খবর নেই! চিন্তায় হাজার হাজার পড়ুয়া

ওবিসি মামলার শুনানি শুরু কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়, ওবিসি শ্রেণিবিন্যাস করে কলেজে ভর্তি নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি-এ এবং ওবিসি -বি ভাগ করে ভর্তি নেওয়া হচ্ছে। গত ১৭ জুন ওবিসির সাম্প্রতিক তালিকার উপর স্থগিতাদেশ দেয় আদালত। তার পরেও আদালতের নির্দেশ না মেনে ভর্তি নেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন: এই মহিলাকে চেনেন? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পিছনে নাকি তাঁর প্রেমিকের হাত রয়েছে! ধরা পড়লেন একটি ভুলে

বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মামলা নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি মান্থা বলেন, কী ভাবে এই অভিযোগ করছেন? ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় ১২ জুন। আদালতের নির্দেশের পরে শ্রেণিবিন্যাস স্থগিত রাখার হয়েছে। তাঁর বক্তব্য, ‘‘রাজ্য মাঝামাঝি জায়গায় আটকে গিয়েছে। তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। ধরুন, শীর্ষ আদালত আমাদের রায় খারিজ করে দিল। তখন কী হবে? ভর্তি শুরু নিয়ে কী অসুবিধা?’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যে এজি’র দেওয়া নথি ও সওয়ালে আশ্বস্ত হয়েছে আদালত। আদালত অবমাননার অভিযোগে রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের। ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি। (রিপোর্টার– অর্ণব হাজরা)

বাংলা খবর/ খবর/কলকাতা/
OBC Reservation Case in High Court: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওবিসি জটে আটকাবে না, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল