বাগমারির একটি ফ্ল্যাটে থাকেন বৃদ্ধ দম্পতি সঞ্জয় ও রমা চৌধুরী। ১৭ বছর আগে সেরিব্রাল অ্যাটাক হয় রমাদেবীর। চিকিৎসা হলেও অসুস্থ থাকতেন তিনি। তাঁর দেখভালের জন্যে দু’জন নার্স ও আয়াকে বাড়িতেই নিয়োগ করা হয়। বাকিরা কাজ ছেড়ে দিলেও নার্স মীরা হাজারি সেই ২০০১ সাল থেকে অসুস্থ রমাদেবীর দেখাশোনা করত। চৌধুরী দম্পতির বিশ্বাসকে কাজে লাগিয়ে ৬-৭ লক্ষ টাকার গয়না হাতিয়ে নেয় মীরা। তিনদিন আগে মীরা নিজেই গৃহকর্তা সঞ্জয় চৌধুরীকে জানায়,আলমারিতে কোনও গয়না নেই। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধ। তাঁর সন্দেহ ছিল ওই নার্সের দিকেই।
advertisement
অভিযুক্ত নার্স মীরা হাজারিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া গয়না উদ্ধারও করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2018 3:05 PM IST
