রাজ্যে প্রতিদিনই কোনও না কোনও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হচ্ছেন। রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসকদের করোনা আক্রান্ত হওয়া নতুন কোনও ঘটনা নয়। এবার শিয়ালদহ এনআরএস হাসপাতালের এক চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। এনআরএস হাসপাতালে এর আগে বেশ কয়েকজন নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও হলেও এই প্রথম কোনও সিনিয়র চিকিৎসক করোনা পজিটিভ হলেন। দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামের বাসিন্দা ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার এই চিকিৎসক। গত কয়েকদিন ধরে হালকা জ্বর, মাথা ব্যথা নিয়ে একাই গ্রামের থাকছিলেন, তবে শারীরিক সমস্যা বাড়তে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ তার লালা রসের নমুনা পরীক্ষা করে দেখে যে করোনা পজিটিভ। দ্রুত তাকে বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। সম্প্রতি এই হাসপাতালের ইউরোলজি বিভাগের এক নার্স করোনা আক্রান্ত হন, সম্ভবত তার থেকেই সংক্রমণ ছড়ায় বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
অন্যদিকে কলকাতার পার্কসার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল বা চিত্তরঞ্জন হাসপাতালের এক চিকিৎসকও করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্ত্রীও প্রসূতি রোগ বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এই চিকিৎসকও জ্বর,গলা ব্যথা নিয়ে কাজ করছিলেন, তারপর উপসর্গ বেড়ে যাওয়ায় করোনা পরীক্ষা করে দেখা যায় কবিড ১৯ পজিটিভ। এই হাসপাতালের আরও ৩ চিকিৎসক কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন, তবে বর্তমানে তারা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। গত বেশ কিছুদিন ধরে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা একের পর এক করোনা আক্রান্ত হচ্ছে। রাজ্যে এখনও পর্যন্ত ২ জন চিকিৎসক করনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তারসঙ্গে প্রায় ২০০ জন চিকিৎসক এবং ২৫০ জনের বেশি নার্স, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
ABHIJIT CHANDA
