TRENDING:

ভোটব্যাঙ্কের জন্যই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছেন মমতা, আক্রমণ অমিতের

Last Updated:

BJP President Amit Shah: বিজেপি-র সর্বভারতীয় সভাপতির বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও NRC হবে, কিন্তু কোনও শরণার্থীকে সরানো হবে না৷ শুধুমাত্র অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অসমে জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া (NRC) নিয়ে যখন উদ্বেগে গোটা দেশ, জনমত তৈরি করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদলগুলি, তখন কলকাতায় মেয়ো রোডের সভায় বিজেপি সভাপতি অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় বিজেপি সরকার এলে, এ রাজ্যেও তৈরি হবে জাতীয় নাগরিক পঞ্জী৷
advertisement

বিজেপি-র সর্বভারতীয় সভাপতির বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও NRC হবে, কিন্তু কোনও শরণার্থীকে সরানো হবে না৷ শুধুমাত্র অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে৷ অমিত শাহের কথায়, ‘অনুপ্রবেশকারীদের হঠাতেই এনআরসি৷ দেশে অনুপ্রবেশকারী থাকা উচিত নয়৷ আমাদের কাছে আগে দেশ৷ পরে ভোট ব্যাঙ্ক৷ সুরক্ষা আগে না ভোটব্যাঙ্ক? কোনও শরণার্থীকে তাড়ানো হবে না৷ শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিল আনা হচ্ছে৷’

advertisement

এরপরই অসমে এনআরসি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘আপনার বাধায় এনআরসি বন্ধ হবে না৷ অসম চুক্তি মেনেই এনআরসি খসড়া তৈরি করা হয়েছে৷ অসম চুক্তিতে সই করেছিলেন খোদ রাজীব গান্ধিই৷ এখন এনআরসি-র বিরোধিতা করছেন রাহুল গান্ধি৷ দিদি দেশে অনুপ্রবেশ রাখতে চান৷ কিন্তু ২০০৫ সালে বাংলাদেশি অনুপ্রবেশকারী বিরোধী ছিলেন মমতাই৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূলের পাশাপাশি বামেদের একহাত নিয়ে বিজেপি সভাপতির কটাক্ষ, ‘আগে অনুপ্রবেশকারীরা বামেদের ভোটব্যাঙ্ক ছিল৷ এখন তৃণমূলের ভোটব্যাঙ্ক৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটব্যাঙ্কের জন্যই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছেন মমতা, আক্রমণ অমিতের