বিজেপি-র সর্বভারতীয় সভাপতির বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও NRC হবে, কিন্তু কোনও শরণার্থীকে সরানো হবে না৷ শুধুমাত্র অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে৷ অমিত শাহের কথায়, ‘অনুপ্রবেশকারীদের হঠাতেই এনআরসি৷ দেশে অনুপ্রবেশকারী থাকা উচিত নয়৷ আমাদের কাছে আগে দেশ৷ পরে ভোট ব্যাঙ্ক৷ সুরক্ষা আগে না ভোটব্যাঙ্ক? কোনও শরণার্থীকে তাড়ানো হবে না৷ শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিল আনা হচ্ছে৷’
advertisement
এরপরই অসমে এনআরসি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘আপনার বাধায় এনআরসি বন্ধ হবে না৷ অসম চুক্তি মেনেই এনআরসি খসড়া তৈরি করা হয়েছে৷ অসম চুক্তিতে সই করেছিলেন খোদ রাজীব গান্ধিই৷ এখন এনআরসি-র বিরোধিতা করছেন রাহুল গান্ধি৷ দিদি দেশে অনুপ্রবেশ রাখতে চান৷ কিন্তু ২০০৫ সালে বাংলাদেশি অনুপ্রবেশকারী বিরোধী ছিলেন মমতাই৷’
তৃণমূলের পাশাপাশি বামেদের একহাত নিয়ে বিজেপি সভাপতির কটাক্ষ, ‘আগে অনুপ্রবেশকারীরা বামেদের ভোটব্যাঙ্ক ছিল৷ এখন তৃণমূলের ভোটব্যাঙ্ক৷’