এবার শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেওয়ার জন্য শুধু টেট পরীক্ষা ও ইন্টারভিউ পাশই যথেষ্ট নয় ৷ প্রাথমিক হোক বা মাধ্যমিক, সমস্ত স্তরের শিক্ষক পদে নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন এবং শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক করতে চলেছে স্কুল শিক্ষা দফতর ৷ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাই শেষ কথা নয় ৷ রবিবার শিক্ষক নিয়োগ নিয়ে এই কথাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
মে মাসেই প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি, জেনে নিন কবে হবে পরীক্ষা?
এতদিন পর্যন্ত শিক্ষক নিয়োগের আগে কোনও পুলিশ ভেরিফিকেশন বা স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক না হলেও সরকারি কর্মী হিসেবে বাকি পদে নিযুক্তিকরণের আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক ৷ সেই নিয়োগ নীতিই এবার চালু হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ৷ প্যানেলে নাম তালিকাভুক্ত হওয়ার পরই চাকরিপ্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে ৷ সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই দুই ক্ষেত্রে সবুজ সংকেত না পাওয়া গেলে মিলবে না সবুজ সঙ্কেত ৷