TRENDING:

এবার অন্তর্দেশীয় বিমানেও নিষিদ্ধ ল্যাপটপ!

Last Updated:

আন্তর্জাতিক বিমান সফর থেকে ল্যাপটপ আগেই বাদ পড়ার খবর এসেছে, এবার অন্তর্দেশীয় বিমান সফরেও নিষিদ্ধ হতে চলেছে ল্যাপটপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আন্তর্জাতিক বিমান সফর থেকে ল্যাপটপ আগেই বাদ পড়ার খবর এসেছে, এবার অন্তর্দেশীয় বিমান সফরেও নিষিদ্ধ হতে চলেছে ল্যাপটপ ৷ নাশকতা রুখতে আগামীদিনে এমন নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্র ৷
advertisement

ইনটেলিজেন্স সংস্থার রিপোর্ট অনুসারে, ইতিমধ্যেই আইএস জঙ্গিদের হাতে এসেছে অত্যাধুনিক ল্যাপটপ বোমা ৷ এই বোমাকেই কাজে লাগিয়ে এবার বিমানে হামলা করার পরিকল্পনা করেছে সন্ত্রাসবাদীরা ৷ বিমানবন্দরের সিকিউরিটি স্ক্যানারে সাধারণ ল্যাপটপের থেকে কোনওভাবেই আলাদা করা যায় না এই আধুনিক মারণাস্ত্রকে ৷ তাই নাশকতা এড়াতে এবার বিমান সফরে হ্যান্ডব্যাগে ল্যাপটপ নিষিদ্ধ হতে পারে শীঘ্রই ৷ কলকাতায় একথা জানালেন DG CISF ও পি সিং ৷

advertisement

একইসঙ্গে বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হচ্ছে ৷ বিমানবন্দরে লাগানো হচ্ছে অত্যাধুনিক বডি স্ক্যানার যন্ত্র ৷ ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছে বডি স্ক্যানার ৷ দেশের ৫৯টি বিমানবন্দরেও শীঘ্রই শুরু হবে বডি স্ক্যানার বসানোর কাজ ৷

মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, আইএস বা আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলি ল্যাপটপে বোমা লাগানোর প্রযুক্তি আয়ত্ব করে ফেলেছে। সেই বোম বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তা চেকিংয়ে ধরা পড়বে না। ল্যাপটপ বোমা আটকানো যাবে কী করে? এই নিয়ে রীতিমতো চিন্তায়  নিরাপত্তা বিশেষঞ্জরা। উড়ানে ল্যাপটপ নিষিদ্ধ করার পথে হেঁটেছে ব্রিটেন ও আমেরিকা। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ৮টি দেশের ১০টি বিমানবন্দর থেকে আসা যাত্রীদের সঙ্গে ল্যাপটপ থাকলে তাঁদের ঢুকতে দেবে না ওই দুই দেশ। এবার ভারতও হাঁটছে সেই পথে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের ডিজি ও পি সিংহ জানিয়েছেন, কীভাবে এর মোকাবিলা করা যায়, তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।

advertisement

সিআইএসএফ সূত্রের খবর, আগামী মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, ডিজিসিএ সঙ্গে বৈঠকে বসবে তারা। বিমানে হ্যান্ড লাগেজে ল্যাপটপ বা বিশেষ কয়েকটি ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার না করতে পারলে যাত্রীদের অসুবিধার বিষয়টিও তাদের নজরে আছে। তবে ল্যাপটপ বোমার মতো আধুনিক বিস্ফোরক ঠেকাতে দেশের সমস্ত বিমানবন্দরে বডি স্কানার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি সিআইএসএফ ডিজি-র। বর্তমানে দিল্লি বিমানবন্দরে বসানো হয়েছে বডি স্কানার। আগামী কয়েকমাসে দেশের বাকি ৯টি গুরুত্বপূর্ণ বিমানবন্দের বসবে এই বডি স্কানার।

advertisement

আন্তর্জাতিক বিমানে সফরে ল্যাপটপ, ট্যাবলেট ও ক্যামেরাকে নিষিদ্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৷ মোট ৮ টি নির্দিষ্ট দেশের বিমানের উপরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে এই ৮টি দেশ থেকে যে বিমানযাত্রীরা আসবেন তারা নিজেদের সঙ্গে এই সমস্ত বৈদ্যুতিক সামগ্রী আনতে পারবেন না ৷

মিশর, জর্ডান, কুয়েত, মরোক্কো, সৌদি আরব, তুরস্ক ওবং সংযু্ক্ত আরবআমিশাহির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকারগামী সমস্ত নন স্টপ বিমানের যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হবে ৷ তবে এই বিষয়ে মন্তব্য করতে নারাজ বিমান সংস্থার প্রতিনিধিরা ৷ দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমেরিকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ভারতের একাধিক বিমানবন্দরে নজরদারির জন্য আরও বেশি সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু করছে কেন্দ্র। টার্মিনালের মধ্যে থাকা সিকিওরিটি হোল্ড এরিয়াতে নিরাপত্তা আরও কঠোর করতে নতুন ডিভাইস আনতে চলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সিআইএসএফের নজরে আপাতত মুম্বই, হায়দ্রাবাদ, দিল্লি ও কলকাতা বিমানবন্দর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার অন্তর্দেশীয় বিমানেও নিষিদ্ধ ল্যাপটপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল