ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী, বেসরকারি বাসের জন্য প্রথম সিএনজি স্টেশন তৈরি হয়ে যাবে আগামী ৬ মাসের মধ্যেই। এতে পরিবেশ দূষণ কমবে। তাছাড়া পেট্রল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন মালিকরা।
আপাতত জানা যাচ্ছে বৃহত্তর কলকাতায় এই পরিষেবা দ্রুত চালু করতে আগামী দিনের ডিজেলচালিত বাসগুলিকে সিএনজি তে রূপান্তরিত করার কথাও ভাবছে রাজ্য পরিবহন দফতর । আপাতত পরিবহন নিগমে বাস ডিপো রিফিলিং প্রকল্পের জন্য সাড়ে তিন কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। এই বৈঠকে সরকারি বাসের জন্য বরাদ্দ রিসেলিং স্টেশনগুলি বেসরকারি বাসের জন্য খুলে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
advertisement
এরই পাশাপাশি সরকার চাইছে আগামী দিনে কী ভাবে ইলেকট্রিক বাস রাস্তায় নামানো যায় তা নিয়ে পরিকল্পনা তৈরি করতে। উল্লেখ্য দিন কয়েক আগে ফিরে থাকিম দূষণমুক্ত কলকাতা করতে মনোরেল এবং রোপওয়ে পথ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এখন দেখার এই প্রকল্পগুলি কত তাড়াতাড়ি বাস্তবায়িত করা সম্ভব হয়।