গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের আঁচ নিভু নিভু। তাই বিক্ষোভ আর হিংসার পুরনো পথেই নজরকাড়ার চেষ্টা মোর্চার। জিটিএ-কে অস্বীকার করে আজ বিভিন্ন জায়গায় চুক্তির কপি পোড়ানো হয়। পিঠে টিউবলাইট ভেঙে চলে প্রতীকি প্রতিবাদ। জারি ছিল ভাঙচুর ও অগ্নিসংযোগও। পরিস্থিতির ওপর নজর রেখে অবশ্য সংযম দেখায় যৌথবাহিনী।
সিংমারির হিংসার পর মোর্চার আন্দোলনের তীব্রতা কমেছে। কিন্তু, আঁচ যাতে নিভে না যায় সেজন্য ইন্ধন জোগানো জারি। মঙ্গলবার জিটিএ চুক্তির কপি পুড়িয়ে সেই ধারা বজায় রাখল মোর্চা।
advertisement
এদিন পিনটেল ভিলেজ থেকেই শুরু হয় জিটিএ চুক্তির কপি পোড়ানো। দু’হাজার এগারো সালে পিনটেল ভিলেজেই ওই ত্রিপাক্ষিক চুক্তি সই হয়। এছাড়া দার্জিলিং, মিরিক, কার্শিয়ং, কালিম্পং ও শিলিগুড়িতেও ওই কর্মসূচি চলে। পিঠে টিউবলাইট ভেঙে প্রতীকি প্রতিবাদ জানান মোর্চা সমর্থকরা।
পাহাড়ে জারি হিংসার ঘটনাও। সেবকে সরকারি বাস ভাঙচুর করে মোর্চা। আগুন লাগানো হয় তাগদা বিডিও অফিসেও। কিন্তু, মোর্চার বিক্ষোভ-আন্দোলন নিয়ে সংযমী প্রশাসন। বিক্ষোভকারীদের তাণ্ডব সত্ত্বেও কার্যত ধৈর্যের পরীক্ষা দিয়েছে যৌথবাহিনী।
