TRENDING:

অবশেষে চাপের মুখে নতি স্বীকার , আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের

Last Updated:

অবশেষে চাপের মুখে নতি স্বীকার , আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: অবশেষে চাপে পড়ে সরকারের সামনে ঝুঁকল মোর্চা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকে যোগ দিচ্ছে মোর্চা। বৃহস্পতিবার এঅ সদিচ্ছার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। পাহাড়ে অচলাবস্থার বরফ সরিয়ে স্বাভাবিক হওয়ার আশা আরও বাড়ল।
advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আলোচনার টেবিলে বসতে রাজি পাহাড়ের একাধিক রাজনৈতিক দল। এক সময়ের অনড় অবস্থান থেকে সরে এসে অবশেষে আলোচনার পক্ষেই মত দিলেন মোর্চা নেতারা ৷ এদিন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিমল গুরুং জানিয়েছে ২৯ অগাস্ট বৈঠকে তারা যোগ দেবেন ৷

তবে রাজ্যের কাছে ৫ দফা দাবি জানিয়েছে মোর্চা প্রধান ৷ চিঠিতে রাজ্যের কাছে বিমল গুরুং আন্দোলনের যুক্তি ও কারণ ব্যাখ্যার সঙ্গে সঙ্গে পাহাড়ে মৃত্যুতে সিবিআই বা বিচারবিভাগীয় তদন্ত, খাদ্য ও অত্যাবশকীয় পণ্য সরবরাহের দাবি সহ পাহাড়ে ইন্টারনেট ও কেবল পরিষেবা ফেরানোর দাবিও জানিয়েছেন ৷ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তোলার আর্জিও জানানো হয়েছে চিঠিতে ৷

advertisement

GNLF-এর পাঠানো চিঠির ডাকে সাড়া দিয়ে গতকালই ২৯ অগাস্ট নবান্নে সর্বদল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতে নাম না করে মোর্চাকেও আলোচনায় যোগ দেওয়ার আবেদন জানান তিনি ৷

কিছুদিন আগেও রাজ্যের সঙ্গে কথা বলার কোনও উৎসাহই দেখায়নি মোর্চা। হঠাৎ করে এমন উলটপুরাণ কেন?

কেন মোর্চার উলটপুরাণ?

- মোর্চার দাবি শুনেও ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার

advertisement

- নবান্নের সঙ্গে আলোচনার পরামর্শই দিয়েছে নয়াদিল্লি

- বোমা বিস্ফোরণ-সহ একাধিক ঘটনায় কাঠগড়ায় তাবড় মোর্চা নেতারা

- বিমল গুরুং-সহ অন্যান্যদের বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগ

- পাহাড়ে দীর্ঘ বনধে মোর্চার ওপর চাপ বাড়ছে

- বনধে পাহাড়বাসীর রুটিরুজিতে টান

এসব নানা চাপেই একটু একটু করে নিজেদের অবস্থান নরম করে নিয়েছে মোর্চা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অবশেষে চাপের মুখে নতি স্বীকার , আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের