এদিকে শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার-গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামাখ্যা- ডঃ আম্বেদকর নগর সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে চালান হবে।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড দার্জিলিং-সহ উত্তরবঙ্গ, মিরিকে ধসে চাপা পড়ে মৃত্যু বেড়ে ১৭!
একরাতে প্রায় দুই শতাধিক, তিন শতাধিক মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। জলমগ্ন বহু এলাকা, জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। সমতল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন পাহাড়। কোচবিহারের মাথাভাঙা, দিনহাটা, জলপাইগুড়ির নাগরাকাটা, ধূপগুড়ি জলমগ্ন। জল ঢুকে গিয়েছে সাধারণ মানুষের বাড়িতে। জল জমে রয়েছে রেললাইনেও। এমন পরিস্থিতিতে রেল পরিষেবাও বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রশাসনের তরফে সেচ দফতর এবং পুলিশ সতর্ক রয়েছে।
advertisement
রেল সূত্রে খবর, ডুয়ার্সের মালবাজার থেকে যে ট্রেন চলাচল করে, সেগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে। কাঞ্চনকন্যা, মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে আলিপুরদুয়ার, কোচবিহার যাচ্ছে। এই সময় পাহাড়ে পর্যটকদের ঢল নামে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের একাধিক ট্রেন বাতিলের ভাবনা। প্রবল বৃষ্টির জেরে এদিন বানারহাটেও রেললাইনে জল জমে রয়েছে। বাতিল করা হয়েছে ডুয়ার্সগামী উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন। বদল করা হয়েছে একাধিক ট্রেনের রুট। বাতিল হয়েছে ১৫৭৭৭ নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেসের। আলিপুরদুয়ার-দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেসেরও রুট পরিবর্তন করা হয়েছে।