মঙ্গলবারই ফোর এম এম সাইজের চকোলেট বোমা পাশ করে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গতকাল পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়ে দেন, বাজির মাপ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাই শব্দবাজির ক্ষেত্রে পুরনো সিদ্ধান্তই বহাল থাকছে। যে বাজি নিষিদ্ধ ছিল, তা নিষিদ্ধই থাকছে।
মঙ্গলবার তারাতলা রোডে সন্তোষপুর রেল ব্রিজের পাশের মাঠে আতসবাজি পরীক্ষা হয়। ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ আধিকারিকরা। গোল্ডেন আই, কিয়া ৩০ শট, সহ পাঁচটি বাজি পরীক্ষায় পাশ করেনি। তবে পাশ করেছিল চকোলেট বোম। নতুন রূপে বাজারে আসলেও সিক্স এম এমের বদলে ফোর এম এমেই সন্তুষ্ট থাকতে হবে উৎসাহীদের । এবারই প্রথম KBB নামে নতুন অ্যাপস চালু করছেন বাজি ব্যবসায়ীরা।
advertisement
এরপরই বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে নিষিদ্ধ শব্দবাজি-সহ একজনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম সোমনাথ নস্কর । বাজি শ্রমিকদের দাবি,ছাড়পত্র পেয়ে আগেই চকোলেট বোমা তৈরি হয়। নিষিদ্ধ হওয়ার পর সেগুলি বাজারে বিক্রি করা হয়নি।