TRENDING:

শব্দবাজির ক্ষেত্রে পুরনো সিদ্ধান্তই বহাল রাখল রাজ্য

Last Updated:

শব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেই কী বন্ধ হবে শব্দবাজির দাপট ? প্রথমে ছাড়পত্র। পরে নিষেধাজ্ঞা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেই কী বন্ধ হবে শব্দবাজির দাপট ? প্রথমে ছাড়পত্র। পরে নিষেধাজ্ঞা। আটচল্লিশ ঘণ্টার মধ্যে চকোলেট বোমা ব্যবহার নিয়ে সরকারি সিদ্ধান্ত বদলের পরই ফের উঠে এল এই প্রশ্ন।
advertisement

মঙ্গলবারই ফোর এম এম সাইজের চকোলেট বোমা পাশ করে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গতকাল পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়ে দেন, বাজির মাপ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাই শব্দবাজির ক্ষেত্রে পুরনো সিদ্ধান্তই বহাল থাকছে। যে বাজি নিষিদ্ধ ছিল, তা নিষিদ্ধই থাকছে।

মঙ্গলবার তারাতলা রোডে সন্তোষপুর রেল ব্রিজের পাশের মাঠে আতসবাজি পরীক্ষা হয়। ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ আধিকারিকরা।  গোল্ডেন আই, কিয়া ৩০ শট, সহ পাঁচটি বাজি পরীক্ষায় পাশ করেনি।  তবে পাশ করেছিল চকোলেট বোম।  নতুন রূপে বাজারে আসলেও  সিক্স এম এমের বদলে ফোর এম এমেই সন্তুষ্ট থাকতে হবে উৎসাহীদের ।  এবারই প্রথম KBB নামে নতুন অ্যাপস চালু করছেন বাজি ব্যবসায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরই বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে নিষিদ্ধ শব্দবাজি-সহ একজনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম সোমনাথ নস্কর । বাজি শ্রমিকদের দাবি,ছাড়পত্র পেয়ে আগেই চকোলেট বোমা তৈরি হয়। নিষিদ্ধ হওয়ার পর সেগুলি বাজারে বিক্রি করা হয়নি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
শব্দবাজির ক্ষেত্রে পুরনো সিদ্ধান্তই বহাল রাখল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল