চিনা নাগরিকের মাধ্যমেও কলকাতাতেও কী ঢুকে পড়ল করোনা ভাইরাস? বেলেঘাটা আইডি’তে এক চিনা নাগরিক ভরতি হওয়ার পরই শহর জুড়ে আশঙ্কা ছিল। রোগীর যাবতীয় পরীক্ষার পর স্বস্তির খবর এল। চিকিৎসকরা জানালেন, রক্তের নমুনায ওই মারণ ভাইরাস পাওযা যায়নি ৷
জো হুয়ামিন নামের চিনা পর্যটক গত ২৪ তারিখ কলকাতায় আসেন। পরে সর্দি, কাশি নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভরতি হন। পরে তাঁকে বেলেঘাটা আইডি’তে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। করোনার মোকাবিলায় প্রস্তুতি নিয়ে সোমবার বেলেঘাটা আইডি’র সুপারের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
advertisement
সোমবার বেলেঘাটা আইডিতে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাও। কলকাতা বিমানবন্দরেও যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে। এখানে স্ক্রিনিংয়ে কাউকে চিহ্নিত করা হলে সোজা বেলেঘাটা আইডি’তে আনা হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2020 6:55 PM IST