১১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ ৬৫ টি দেশের ১৫৬ টি ছবি দেখানো হবে এবারে চলচ্চিত্র উৎসবে ৷ তবে সব দেশের ছবি থাকলেও, এবারের উৎসব থেকে বাদ পড়ল পাক ছবি ৷ বৃহস্পতিবার নন্দনে সাংবাদিক বৈঠকে চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ জানান, ‘এবারের ফিল্ম উৎসবে পাক ছবি না থাকার পিছনে কোনওরকম রাজনৈতিক কারণ নেই ৷ মূলত ডিস্ট্রিবিউটার সমস্যার জন্যই পাকিস্তানি ছবি দেখানো যাচ্ছে না !’
advertisement
জানা গিয়েছে, চলচ্চিত্র উৎসবের জন্য ছবি বাছাইয়ের সময় একটি পাকিস্তানি ছবিকে বাছা হয়েছিল ৷ পড়ে সেই ছবিকে বাদ দেওয়া হয় ৷ গৌতম ঘোষ জানিয়েছেন, ‘বাছাই করা ছবি বাদ দেওয়ার পিছনেও রয়েছে ডিস্ট্রিবিউটার সমস্যা !’
প্রতিবার যেখানে ১০ নভেম্বর থেকে শুরু হয় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে এবার ১১ নভেম্বর শুরু হতে চলেছে ৷ চলবে ১৮ নভেম্বর অবধি ৷ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসবেন, অমিতাভ বচ্চন, কাজল, সঞ্জয় দত্ত ৷ বাংলা ছবি দেখিয়েই শুরু হবে এবারের ফিল্ম উৎসব ৷