সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের তরফ থেকে ওই নোটিস পাঠিয়েছেন ওই পরিবারের ৩৬তম উত্তরপুরুষ আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী। সাড়া না মিললে ১০ কোটি টাকা মানহানির মামালা করার কথাও বলেছেন তিনি ৷ কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের একসময়ের জমিদার হিসেবে পরিচিত সাবর্ন রায়চৌধুরীর পরিবার ৷ ওই নোটিসে কলকাতা হাইকোর্টের রায়ের উল্লেখ করা হয়েছে। হাইকোর্ট ২০০৩ সালের ১৬ মার্চ তারিখে তাদের রায়ে বলে, কলকাতা শহরের কোনও জন্মতারিখ নেই, কোনও প্রতিষ্ঠাতাও নেই। তৎকালীন প্রধান বিচারপতিদের রায় অনুযায়ী কলকাতার জন্মতারিখ হিসাবে অভিহিত ১৬৯০ খ্রিস্টাব্দের ২৪ অগাস্ট তারিখটি বাতিল করে দেওয়া হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 24, 2021 9:51 AM IST
