আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার। এখন থেকে আর ১২ শতাংশ ও ২৮ শতাংশের জিএসটি থাকছে না। এর বদলে থাকছে ৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ৪০ শতাংশের নতুন স্ল্যাব। এই নতুন সংস্কারকে ‘নেক্সট জেন জিএসটি রিফর্ম’ বলা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, স্বাস্থ্যবিমা ও জীবন বিমার ওপর থেকে সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করা হয়েছে।
advertisement
এছাড়া যেসব পণ্যে ৫ শতাংশ জিএসটি ছিল, সেগুলোর অনেকগুলির হার শূন্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধ, পাউরুটি, রুটি-পরোটা এবং পনির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সমস্ত বিজেপি সাংসদকে জিএসটি-র এই নতুন সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। সেই অনুযায়ীই নির্মলা সীতারমণ প্রতিটি রাজ্যে গিয়ে সাংবাদিক বৈঠক করবেন এবং কেন্দ্রের বার্তা তুলে ধরবেন। তাঁর সফরের প্রথম সারিতেই রয়েছে পশ্চিমবঙ্গ।
যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির শীর্ষ নেতৃত্বের নজরে এখন বাংলার বিধানসভা নির্বাচন। দুর্গাপুজো ও কালীপুজোর মতো উৎসব শেষ হলে রাজ্যে বড় রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে উৎসবের আগেই রাজ্যে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়ছে। জানা গিয়েছে, নির্মলা সীতারমণের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যে আসতে পারেন।
অমিত শাহ কলকাতায় অন্তত দুটি দুর্গাপুজো উদ্বোধনে যোগ দেবেন বলেও খবর। এছাড়া, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও বাংলায় আসতে পারেন বলে জানা গিয়েছে। বাংলায় নির্বাচনের লক্ষ্যে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি যে একযোগে ঝাঁপিয়ে পড়ছে, তা বিভিন্ন কর্মসূচিতেই স্পষ্ট।