TRENDING:

NIA: নিউটাউনে NIA-এর এসপি-র বাড়িতে কোন বিজেপি নেতা! টাকা লেনদেন! ভূপতিনগরকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Last Updated:

NIA: তৃণমূলের অভিযোগ, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে জিকে তিওয়ারির নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভূপতিনগরকাণ্ডে এনআইএ এবং বিজেপির যোগের অভিযোগ তুলল তৃণমূল। এমনকি, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ২০২২ সালের পুরনো মামলার তদন্তে গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল দাবি করেছে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
তৃণমূলের বিস্ফোরক অভিযোগ
তৃণমূলের বিস্ফোরক অভিযোগ
advertisement

তৃণমূলের অভিযোগ, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে জিকে তিওয়ারির নাম। ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। জে জিরো সিক্স সিক্স ফ্ল্যাটে গিয়েছিলেন। গিয়েছিলেন সন্ধ্যা সাড়ে ছটায়। ছিলেন সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত। কুণালের অভিযোগ, ”ধনরাম সিং স্বরাষ্ট্র মন্ত্রকের আস্থাশীল। এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক আছে। হোম মিনিষ্ট্রি জড়িত। এটা পুরোপুরি বিজেপি ও এনআইএ-এর পরিকল্পিত চক্রান্ত।” তৃণমূলের সাংবাদিক বৈঠকের মাঝেই এ নিয়ে ট্যুইটও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

advertisement

আরও পড়ুন: মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন! ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দায়ের

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ”ধনরাম সিং ও জিতেন তিওয়ারির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত শুরু করুক রাজ্য পুলিশ। রাজ্য সরকারকে অনুরোধ করছি এফআইআর করা হোক এদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন কি কোনও পদক্ষেপ গ্রহণ করবে না? পদক্ষেপ গ্রহন করতে হবে এটা আমাদের দাবি।”

advertisement

কুণালের সংযোজন, ”ভূপতিনগরে এনআইএ কী কাণ্ড করছেন তা দেখতে পাচ্ছেন। একদিকে তৃণমূলের শীর্ষ নেতাদের ডিসর্টাব করা হচ্ছে, এবার বুথ কর্মীদের ডিসটার্ব করা শুরু হল। সন্দেশখালির পর বলা হয়েছিল লোকাল থানাকে জানাতে। ওরা আগে ঢুকে গেছে। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির কথায় এনআইএ এ সব করছেন। বিজেপির নির্দেশে এ সব করছেন। এনআইএ আধিকারিকের বাড়িতে বিজেপি নেতারা বৈঠক করেছে। ২৬ মার্চ ২০২৪ তারিখে এনআইএ-এর এসপি ধনরাম সিংয়ের বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। সন্ধ্যায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন।”

advertisement

তৃণমূল মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্যও বলেন, ”ধনরাম সিং ও জিতেন তিওয়ারির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত শুরু করুক রাজ্য পুলিশ। এখন নির্বাচনের আচরণ বিধি চালু হয়ে গেছে। তদন্ত করতে এখন সময় বেছে নেওয়া হল! ভোর চারটের সময় বাড়িতে ঢুকে পড়লেন। আর একটা টিম ৫.৪৫ মিনিটে থানায় পাঠালেন! এটা চক্রান্ত। এনআইএ চক্রান্ত করছে। জিতেন্দ্র তিওয়ারি নিজের ঠিকানা দিয়েছেন ক্যামাক স্ট্রিটের, যেখানে তার মেয়ে থাকেন। ওখানে গিয়ে একঘণ্টা ছিলেন, কী আলোচনা থাকতে পারে! মহিলাদের ওপর অত্যাচার করেছে। মহিলারা প্রতিরোধ করবে, প্রতিরোধ করবে। দশজনের প্রতিনিধি দল যাবেন। নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছে।”

advertisement

চন্দ্রিমার কথায়, ”নির্বাচন কমিশন কি কোনও পদক্ষেপ গ্রহণ করবে না? পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা আমাদের দাবি। তদন্তের নামে মহিলাদের ওপর অশালীন আচরণের তীব্র প্রতিবাদ জানাই। আজ যারা তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, তারা এমন খোলা মাঠে খেলার সুযোগ তৈরি করে। কেন ধনরাম সিংকে বাংলা থেকে দূর করা হবে না!”

বাংলা খবর/ খবর/কলকাতা/
NIA: নিউটাউনে NIA-এর এসপি-র বাড়িতে কোন বিজেপি নেতা! টাকা লেনদেন! ভূপতিনগরকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল