TRENDING:

তাণ্ডব চালল আমফান, এবার পালা ‘নিসর্গ’-এর, জেনে নিন ঝড়ের বিস্তারিত তথ্য

Last Updated:

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গে৷ আগামী ৭২ ঘণ্টায় আছড়ে পড়তে পারে বৃষ্টি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মহাপ্রলয় চালিয়ে গেল আমফান৷ এখনও তার স্মৃতি টাটকা মানুষের মনে৷ দক্ষিণবঙ্গে বিপুল ক্ষতি হয়েছে এই সুপার সাইক্লোনের ফলে৷ শহর কলকাতার হালও বেহাল৷ আমফান ঝড়ের পর থেকে বহু এলাকায় বিদ্যুত সংযোগ নেই৷ কোথাও আবার জল জমে রয়েছে৷ তার মধ্যে ছেঁড়া ইলেকট্রিক তার বাড়িয়েছে বিপদ৷
advertisement

একদিকে যখন করোনা ও লকডাউনের জন্য ঘরবন্দি মানুষ, তখনই এই ঝড়ের ফলে যেন সেই পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে৷ স্বাভাবিকভাবে বাড়িতে আলো-পাখা না থাকলে গৃহবন্দিদশা যে কয়েকগুণ ভয়ঙ্কর হয়ে ওঠে৷ পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু হয়েছে পুরোদমে৷ তবুও কোথাও কোথাও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে৷ এতটাই অসহ্য হয়ে উঠছে দৈনন্দিন জীবন যে দ্রুত বাড়িতে বিদ্যুত সংযোগ ফেরানের দাবিতে রাস্তায় নামেন অনেকে৷ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকে৷ সেনা নামিয়েও শুরু হয়েছে রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর কাজ৷ আর এ সবের মধ্যেই ফের উঠছে ঝড়ের খবর! শহরজুড়ে এক অদ্ভূত হাওয়া অনুভূত হচ্ছে৷ ঘণ্টায় প্রায় ৪০ কিমি বেগে বইতে শুরু করেছে হাওয়া৷ ফের বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এতেই আতঙ্কিত শহরবাসী৷ এখনও রেহাই মেলেনি আমফানের ধ্বংস থেকে, তার মধ্যেই কি ফের তাণ্ডব চালাবে প্রকৃতি? এই প্রশ্নেই আরও একবার তঠস্থ রাজ্যবাসী৷

advertisement

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গে৷ আগামী ৭২ ঘণ্টায় আছড়ে পড়তে পারে বৃষ্টি৷

তবে এরই মধ্যে সামনে এসেছে ঘূর্ণিঝড় নিসর্গের কথা৷ বঙ্গোপসাগর বা আরব সাগরে হওয়া আগামী ঘূর্ণিঝড়ের নাম সেটাই ঠিক করা হয়েছে৷ উল্লেখ্য ভারত ও প্রতিবেশী দেশগুলি মিলে তৈরি হয় ঝড়ের নামের তালিকা৷ যার মধ্যে শেষ ঝড়টি ছিল আমফান৷ আবার নতুন নামের তালিকা তৈরি হয়েছে যার মধ্যে প্রথম নামটি হল নিসর্গ৷ এই নামটি দিয়েছে বাংলাদেশ৷ এর পরের ঝড়ের নাম ‘গতি’, যা ভারতের দেওয়া৷

advertisement

এই সব অঞ্চলে ঝড়গুলোর নামকরণ করে বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, মলদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এর সঙ্গে ২০১৮ সালে যুক্ত হয়েছে আরও পাঁচটি দেশ- ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন। এই ১৩টি দেশ আসন্ন ঘূর্ণিঝড়গুলোর জন্য ১৬৯টি নাম প্রস্তাব করেছে। আমফানের পরের ঘূর্ণিঝড়গুলোর নাম ঠিক হয়েছে নিসর্গ, গতি, নিভার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে আপাতত বঙ্গোপসাগর কোনও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই৷ যে সব খবর রটছে তা সব গুজব৷ জুনের শুরুতে আরব সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তার হাত ধরে দেশে ঢুকতে পারে বর্ষা৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
তাণ্ডব চালল আমফান, এবার পালা ‘নিসর্গ’-এর, জেনে নিন ঝড়ের বিস্তারিত তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল