TRENDING:

Newtown Road Accident: দুমড়ে মুচড়ে গেল বিলাসবহুল গাড়ি! সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে! মৃত যুবক, আশঙ্কাজনক সঙ্গী

Last Updated:

Newtown Road Accident: ভোর সাড়ে ৫টা নাগাদ কদমপুকুর মোড়ে দুর্ঘটনা ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে। ম্যাটাডোরের ধাক্কায় নিউটাউনের কদমপুরে গাড়ি দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা ম্যাটাডোরের। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গাড়ির। দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালকের, আহত হন এক সঙ্গী।
কদমপুকুর মোড়ে দুর্ঘটনা
কদমপুকুর মোড়ে দুর্ঘটনা
advertisement

জানা যায় দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে। ভোর সাড়ে ৫টা নাগাদ কদমপুকুর মোড়ে দুর্ঘটনা ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আশঙ্কাজনক সঙ্গী। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : তিন-তিনবার ফোন করেও মায়ের গলা শুনতে পাননি... ডুকরে কেঁদে ফেললেন অর্পিতা!

advertisement

সূত্রের খবর, নিউটাউন থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মাত্র ২২ বছরের অভিষেক ত্রিপাঠি নামে এক ব্যাক্তি চালকের আসনে ছিলেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল গাড়িটি সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

জানা যাচ্ছে, মৃত যুবক অভিষেক ত্রিপাঠী(২২), লেকটাউনের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর অভিষেকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, অভিষেক ও তার বন্ধু সকালে গাড়ি নিয়ে বেরিয়েছিল চা খেতে নিউটাউনে। তারপরেই দুর্ঘটনা ঘটে। অভিষেক ও তার বন্ধু ভবানীপুরের M.COM পড়ত বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। অভিষেকের বন্ধুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Road Accident: দুমড়ে মুচড়ে গেল বিলাসবহুল গাড়ি! সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে! মৃত যুবক, আশঙ্কাজনক সঙ্গী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল