জানা যায় দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে। ভোর সাড়ে ৫টা নাগাদ কদমপুকুর মোড়ে দুর্ঘটনা ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আশঙ্কাজনক সঙ্গী। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : তিন-তিনবার ফোন করেও মায়ের গলা শুনতে পাননি... ডুকরে কেঁদে ফেললেন অর্পিতা!
advertisement
সূত্রের খবর, নিউটাউন থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মাত্র ২২ বছরের অভিষেক ত্রিপাঠি নামে এক ব্যাক্তি চালকের আসনে ছিলেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল গাড়িটি সেই সময় দুর্ঘটনাটি ঘটে।
জানা যাচ্ছে, মৃত যুবক অভিষেক ত্রিপাঠী(২২), লেকটাউনের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর অভিষেকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, অভিষেক ও তার বন্ধু সকালে গাড়ি নিয়ে বেরিয়েছিল চা খেতে নিউটাউনে। তারপরেই দুর্ঘটনা ঘটে। অভিষেক ও তার বন্ধু ভবানীপুরের M.COM পড়ত বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। অভিষেকের বন্ধুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।