TRENDING:

Newtown Porn Case : এক শটেই ১৫,০০০! নিউটাউন পর্নকাণ্ডে পুলিশের জালে এবার টেলি অভিনেতা...

Last Updated:

Newtown Porn Case : পুলিশ জানিয়েছে স্নেহাশিষকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের এই পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত থাকার খোঁজ পাওয়া গিয়েছে। যাঁদের নাগাল পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এর  আগেও এই মামলা জড়িত থাকার অভিযোগে মৌনাক ঘোষ, নন্দিতা দত্ত এবং শুভঙ্কর দত্তকে গ্রেফতার করা হয়েছে। পর্ন র‍্যাকেট চালানোর অভিযোগে গত সপ্তাহে বুধবার গ্রেফতার করা হয় মডেল নন্দিতা দত্ত ও মানিক ঘোষকে। এক মডেলের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। তাদেরই জিজ্ঞাসাবাদ করে এই টেলি অভিনেতার সূত্র পায় পুলিশ। এক মডেলের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।

advertisement

উঠতি মডেল ওই তরুণীর অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপরই নিউটাউনের একটি তিন তারা হোটেলে যেতে বলা হয়। সেখানে আট তলার একটি ঘরে নিয়ে গিয়ে জোর করে নীল ছবির জন্য ভিডিয়ো করানো হয়। সম্প্রতি তিনি দেখেন, সেই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।

advertisement

স্নেহাশিষকে বারাসত আদালতে তোলা হয় মঙ্গলবার। পুলিশ জানিয়েছে স্নেহাশিষকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের এই পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত থাকার খোঁজ পাওয়া গিয়েছে। যাঁদের নাগাল পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ভুয়ো ফোন আই ডি, কী ভাবে শ্যুটিং চলত, কারা কারা উপস্থিত থাকতো এইসব যাবতীয় তথ্য জানার চেষ্টায় জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। খুব শিগগিরই এই মামলায় আরও কিছু ধরে পাকড় হতে চলেছে বলেই সূত্রের খবর।

advertisement

উল্লেখ্য পুলিশ ফাইল-সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন স্নেহাশিষ। করোনাকালে কাজ কমে যাওয়ায় ও অল্প পরিশ্রমে সহজে বেশি টাকা আয় করার লোভ থেকেই পর্ন শ্যুটিংয়ে যুক্ত হয় টালিগঞ্জের এই অভিনেতা। মাত্র একটি শটের জন্যই দেওয়া হত মোটা টাকা। প্রাথমিক জেরার পরে এমনটাই জানাচ্ছে পুলিশ। তবে স্নেহাশিষ বা নন্দিতার মত এমন আরও অনেক অভিনেতা অভিনেত্রীই এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে মনে করছে পুলিশ। যাদের নাগাল পেতেই চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

advertisement

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Porn Case : এক শটেই ১৫,০০০! নিউটাউন পর্নকাণ্ডে পুলিশের জালে এবার টেলি অভিনেতা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল