সম্প্রতি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই একাধিক স্কুলে শিক্ষক বদলি হয়েছেন। সেই কারণে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। রোস্টার অনুযায়ী, বিভিন্ন স্কুল থেকে সেই তালিকা নেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলার পরিদর্শকেরা।
আরও পড়ুন- আজ রানাঘাটে মমতা-অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?
advertisement
কিন্তু এবার রোস্টার অনুযায়ী, বিভিন্ন স্কুলের কোন ক্যাটাগরিতে কত সংখ্যক শূন্য পদে রয়েছে তার তালিকা এসে গেলেও, তা চূড়ান্তভাবে যাচাই করবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এরকমই সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। যদিও এই ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা নিয়ে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর, রোস্টার অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিয়ে যাতে কোনওরকম ভুলভ্রান্তি না থাকে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানাচ্ছেন দফতরের আধিকারিকেরা। কারণ, এর আগেও শিক্ষক নিয়োগের শূন্যপদ নিয়ে ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে।
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়িই শেষ হতে চলেছে বলে আধিকারিকদের মত। জানুয়ারির শুরুর দিকেই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা হাইকোর্টে জমা দিতে পারে। সে ক্ষেত্রে, হাইকোর্ট অনুমতি দিলেই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন- ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর সংক্রামক! করোনা নিয়ন্ত্রণে দেশকে 'দুই' পরামর্শ মোদির
তার আগে, শূন্যপদের তালিকা যাতে নিখুঁত হয়, তার জন্যই এই বিশেষ পদক্ষেপ রাজ্য স্কুল শিক্ষা দফতরের। বিশেষত, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের নিয়মমেনে যাতে বিভিন্ন স্কুল রোস্টারগুলি করে, তার জন্যই জেলাশাসকদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে এবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।