TRENDING:

New Town Murder Update: 'স্প্রিং পেঁচিয়ে প্রথমে খুন, তার পর...!' নিউ টাউন ধর্ষণ কাণ্ডে মুখ খুললেন ধৃত টোটো চালকের স্ত্রী

Last Updated:

ধৃত সৌমিত্রকে গতকাল তার বাড়িতে নিয়ে এসেছিল পুলিশ৷ তখনই স্ত্রীর সঙ্গে কথা হয় অভিযুক্তের৷ তার পর এ দিন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ওই ধৃতের স্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত শুক্রবার নিউটাউনে উদ্ধার হয় এক কিশোরীর দেহ৷ ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে৷ হাড় হিম করা এই ঘটনার তদন্তে নেমে কিশোরীকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সৌমিত্র রায় নামে এক টোটো চালককে গ্রেফতার করে পুলিশ৷ এবার এই ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলেন ধৃতের স্ত্রী৷ তাঁর দাবি, ধর্ষণ করে খুন নয়, ওই কিশোরীকে খুন করার পর ধর্ষণ করে সৌমিত্র৷ স্বামীর কঠোর শাস্তিও চেয়েছেন ওই গৃহবধূ৷ ধৃতের স্ত্রীর দাবি, স্বামী ছাড়া পেলে অন্য অনেক মায়ের কোল খালি হয়ে যাবে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ধৃত সৌমিত্রকে গতকাল তার বাড়িতে নিয়ে এসেছিল পুলিশ৷ তখনই স্ত্রীর সঙ্গে কথা হয় অভিযুক্তের৷ তার পর এ দিন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ওই ধৃতের স্ত্রী৷

আরও পড়ুন: হোটেলে খেতে ঢুকলেন মানসিক ভারসাম্যহীন যুবক, খবর গেল থানায়! তার পরই জামালপুরে অবাক কাণ্ড

ওই তরুণীর দাবি, ঘটনার দিন ওই কিশোরীকে ভুল বুঝিয়ে নিজের টোটোয় তোলে তার স্বামী৷ মা বকা দেওয়ায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওই কিশোরী৷ বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েই মাঝরাস্তা থেকে ১৪ বছরের ওই কিশোরীকে নিজের টোটোয় তোলে সৌমিত্র৷

advertisement

ধৃতের স্ত্রী এ দিন জানিয়েছেন, টোটোয় তোলার পর প্রায় তিন ঘণ্টা ওই কিশোরীকে নিয়ে নিউ টাউনের বিভিন্ন এলাকায় ঘোরে সৌমিত্র৷ এর পর নির্জন জায়গায় ওই ঝোপের কাছে নিয়ে গিয়ে কিশোরীর উপরে অত্যাচার শুরু করে সে৷ সৌমিত্র নিজেই গতকাল তাঁকে গোটা ঘটনার কথা জানিয়েছে বলে দাবি করেছেন ওই তরুণী৷

তাঁর দাবি, ‘আমার স্বামী প্রথমে টোটোয় থাকা স্প্রিং গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই মেয়েটিকে খুন করে৷ এর পর ওই অবস্থাতেই তাকে ধর্ষণ করে সৌমিত্র৷ এর পর সম্ভবত একটা বস্তায় ভরে কিশোরীর দেহ ঝোপের মধ্যে ফেলে চলে আসে৷’

advertisement

ওই তরুণী জানিয়েছেন, ঘটনার পর দু দিন বাড়িতে চুপচাপ ছিল সৌমিত্র৷ কী হয়েছে বার বার জিজ্ঞেস করলেও মুখ খোলেনি সে৷ শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জালে ধরা পড়ে যায় ওই যুবক৷

ধৃতের স্ত্রী আরও জানিয়েছেন, সৌমিত্রের আগেও একটি বিয়ে ছিল৷ কিন্তু সে কথা তিনি জানতেন না৷ এই ঘটনার পর সৌমিত্র পুলিশের কাছে প্রথম বিয়ের কথা স্বীকার করে৷ ওই তরুণীর কথায়, ‘আমার স্বামী মানসিক বিকারগ্রস্ত৷ ওর যা শাস্তি হওয়া উচিত, তাই হোক৷ ওর মতো মানুষ জেলের বাইরে থাকলে অন্য আরও অনেক মায়ের কোল খালি হয়ে যাব৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

সৌমিত্রর গ্রেফতারির পর তাঁর স্ত্রী অবশ্য প্রথমে নিজের স্বামীর পাশেই দাঁড়িয়েছিলেন৷ দাবি করেছিলেন, এমন কাজ তাঁর স্বামী করতে পারে না৷ যদিও স্বামীর সঙ্গে কথা বলার পরই ভুল ভেঙেছে ওই তরুণীর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Murder Update: 'স্প্রিং পেঁচিয়ে প্রথমে খুন, তার পর...!' নিউ টাউন ধর্ষণ কাণ্ডে মুখ খুললেন ধৃত টোটো চালকের স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল