TRENDING:

শীতশেষে নতুন অতিথি, চিড়িয়াখানায় খুশির জোয়ার

Last Updated:

দুটি রিংটা লেমুর শাবক এবং একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় আবারও নতুন অতিথির আগমন। দুটি রিংটা লেমুর শাবক এবং একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে।
advertisement

ফেব্রুয়ারির প্রথম দিনের জন্ম নেয় লেমুর দুটি। লেমুর দুটি খুবই ছোটো হওয়ায় তাদের দর্শকদের সামনে আনা হচ্ছে না। 'কোয়ারেন্টাইন'- পিরিয়ডে রয়েছে তারা। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে, ভ্যালেন্টাইনস ডে'র দিন চিড়িয়াখানা পরিবারে আসে আরও এক নতুন সদস্য। জন্ম নেয় অন্ত্রার সন্তান। ভালবাসার দিনে জন্ম হওয়ায় জেব্রার বাচ্চাটির নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টিনা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, জেব্রা শাবকটি সম্ভবত মেয়ে। বর্তমানে অন্ত্রা এবং ভ্যালেন্টিনা দু'জনেই সুস্থ আছে। ভ্যালেন্টিনাকে ধরে এই মু্হূর্তে চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা ৭। তাদের মধ্যে ২টি পুরুষ এবং ৫টি মহিলা জেব্রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাপুজোয় এবার ঘুরে আসুন গুজরাত, বার্নপুরের থিমে ফুটে উঠেছে খোদালধাম
আরও দেখুন

এদিকে, রিংটা লেমুর দুটিকে মাস চারেক আগে ভাইজ্যাক চিড়িয়াখানা থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামে আনা হয়েছিল। এই ধরণের লেমুর মূলত মাদাগাস্কারে পাওয়া যায়। চিড়ি্য়াখানায় নিয়ে আসার মাত্র চার মাসের মধ্যেই দুই থেকে বেড়ে চার হয়ে গিয়েছে তারা। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত জানিয়েছেন, "মা এবং শিশুরা সকলেই সুস্থ রয়েছে। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শীতশেষে নতুন অতিথি, চিড়িয়াখানায় খুশির জোয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল