কতদূর এগিয়েছে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের কাজ? কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্টেশনের কাঠামোগত কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের ‘ফিনিশং টাচ’। স্টেশনে প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে। প্লাটফর্ম লেভেল নির্মাণের কাজও শেষ হয়েছে। আপাতত চলছে ছাদের কাজ। ভায়াডাক্টের কাজও শুরু হয়েছে। সম্প্রতি গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন থেকে নিক্কো পার্ক পর্যম্ত ভায়াডাক্টের কাজ ভালভাবেই এগোচ্ছে।
advertisement
গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনে অত্যাধুনিক যাত্রী সুবিধা দেওয়া হচ্ছে। থাকছে ৮টি এসকেলেটর ও ৪টি লিফট৷ এছাড়াও থাকবে ৮টি সিঁড়ি। দুটি ১৮০ মিটার লম্বা প্রশস্ত প্ল্যাটফর্ম থাকবে। থাকবে ৪টি টিকিট কাউন্টার। স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM), স্বয়ংক্রিয় টিকিট কাটার সুবিধা, ১টি প্রাথমিক চিকিৎসা কক্ষ এবং প্ল্যাটফর্মে বসার বেঞ্চও থাকবে। পাশাপাশি থাকবে মহিলা ও পুরুষদের শৌচালয়, ৪টি ওয়াটার কুলার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এমার্জেন্সি লাইটনিং ফেসিলিটি, ট্যাকটাইল ফ্লোর ইনডিকেটর।