ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত নিউ ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর অনুযায়ী, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। তারপর গতকাল, বুধবার রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে।
advertisement
আত্মঘাতী মহিলার পরিবাররে অভিযোগ, প্রকাশ্যে রাস্তায় মহিলাকে ফেলে মারধর করে বিজেপি কর্মী ও তার অনুগামীরা। আর তারপর মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় সেই বিজেপি কর্মীরা। আর এই অপমান সহ্য না করতে পেরেই নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন সেই মহিলা।
আরও পড়ুন: হাতে ১ মাসও নেই, রাজ্য সরকারের নির্দেশ….মাধ্যমিক নিয়ে বড় খবর দিল পর্ষদ!
অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বিজেপি কর্মী ও তার অনুগামীরা।
সুবীর দে