কেন্দ্রীয় সরকার নেতাজি বার্ষিকীকে অন্তর্ভুক্ত করার জন্য ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আগে। এর আগে কেন্দ্র ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘জাতীয় ছুটি’র দিন ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পর্যন্ত লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন-রাশিফল ২৩ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
মমতার অভিমত, নেতাজির জন্মদিন গোটা দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয়। তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করাই উচিত। প্রয়োজনে প্রধানমন্ত্রী যাতে ওই বিষয়ে ‘ব্যক্তিগত ভাবে’ উদ্যোগী হন, সে অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৮ নভেম্বরে ২০২০ সালে তিনি চিঠি দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের জাতীয় ছুটির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে নেতাজির জন্মদিনেও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা আগেও বলেছেন, ‘‘দেশের মাটি সবচেয়ে প্রিয় ৷ তুফান এলেও লড়ব ৷’’
নেতাজি জন্মজয়ন্তি পালন করেছেন মমতা৷ কেন্দ্রকে একহাত নিয়ে মমতা বলেছেন, ‘‘প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে৷ রাজ্যের কথা বলার জায়গা নেই৷ দেশের নেতার সেই ভালবাসা আর নেই ৷ গরিবের প্রতি ভালবাসা থাকতে হয় ৷ হিন্দুর নামে হিন্দু ধর্মের বদনাম৷ দেশকে যিনি নেতৃত্ব দেন, তিনিই নেতা ৷’’
মমতা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালে ২৩ জানুয়ারি একটি ট্যুইটে বলেছিলেন, “আমরা আবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি যে নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক যাতে সমগ্র দেশ জাতীয় নেতাকে শ্রদ্ধা জানাতে এবং সবচেয়ে উপযুক্ত উপায়ে #দেশনায়কদিবস উদযাপন করতে পারে।’’ নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি বহু প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন এবং থাকবেন।’’