TRENDING:

নেতাজির শ্রদ্ধায় কলকাতা পুলিশের নতুন ব্যাটেলিয়ন, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

বাজেটে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) বন্দনায় মাতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীকে মাথায় রেখেই একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2021) আগে দ্বিতীয় তৃণমূল সরকারের বিদায়ী বাজেটে (Bengal Budget 2021) যেন কল্পতরু হয়ে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এদিনের বাজেটে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) বন্দনায় মাতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীকে মাথায় রেখেই  একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা৷
advertisement

এদিন বিধানসভায় মমতা জানালেন যে, কলকাতা পুলিশের নতুন নেতাজি ব্যাটেলিয়ন হচ্ছে। যার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি৷ এছাড়াও নেতাজি রাজ্য যোজনা কমিশন হচ্ছে পশ্চিমবঙ্গে৷ এরজন্য ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন মমতা৷ এখানেই শেষ নয়, মমতা আগেই বলেছিলেন যে, নিউটাউনে নেতাজির নামে একটি 'আজাদ হিন্দ স্মারক' হবে৷ এদিন সেই ঘোষণায় সিলমোহয় দিয়েই জানালেন যে, এই মনুমেন্টের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি৷ এছাড়াও রাজ্যের ২৩টি জেলায় 'জয় হিন্দ ভবন' গড়ে উঠবেন বলেও জানান মমতা৷ এই প্রকল্পেও বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নেতাজি ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গত ২৩ জানুয়ারি রাজ্য–কেন্দ্রের সঙ্ঘাত চরমে পৌঁছেছিল। বিজেপি-কে তোপ দেগে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন যে, ভোটের আগে একবার নয়, আজীবন তিনি নেতাজির পরিবারের সঙ্গেই থেকে এসেছেন৷ সেই দিন নেতাজির জন্মদিন উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে যাওয়া মাত্র জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় দর্শকাসন থেকে৷ বিজেপি সমর্থকরাই এই কাণ্ড ঘটান বলে অভিযোগ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানে বক্তব্যও রাখেননি৷ প্রধানমন্ত্রীর সামনেই বিষয়টি নিয়ে সরব হন তিনি৷ বাজেটে পেশের সময়ও কেন্দ্রকে তোপ দাগলেন মমতা৷ তিনি বলেন যে, ভারতে জাতীয় পরিকল্পনার কথা প্রথম নেতাজিই করেছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যজনক যে, কেন্দ্র সেই যোজনা কমিশন তুলে দিয়েছে৷ নেতাজিকে স্মরণ করেই তিনি রাজ্যে যোজনা কমিশন চালু করছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নেতাজির শ্রদ্ধায় কলকাতা পুলিশের নতুন ব্যাটেলিয়ন, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল