TRENDING:

দেশের মধ্যে কলকাতাই সবচেয়ে নিরাপদ শহর, জানাল NCRB

Last Updated:

দেশের বাকি সব শহরের তুলনায় কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেশের বড় শহরগুলির মধ্যে নিরাপত্তার র‍্যাঙ্কিং হলে,পয়লা নম্বরটা কলকাতার দখলেই থাকত। ২০১৭ ও ২০১৮, পরপর দু’বছর দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে উঠে এল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টেই এল সেই স্বীকৃতি। পরপর দু-বার। দেশের বড় শহরগুলির মধ্যে কলকাতাই সবচেয়ে নিরাপদ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনআরসিবির রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।  ২০১৭ সালের এনসিআরবি’র রিপোর্টেও পয়লা নম্বরেই ছিল কলকাতা। ২০১৬ সালে ছিল দু-নম্বরে।
advertisement

দেশের বাকি সব শহরের তুলনায় কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম।  অপরাধের হার বলতে বোঝায়, এক লক্ষ নাগরিকপিছু অপরাধ কত ৷ ওই পরিসংখ্যানই অপরাধের হার ৷এনসিআরবি-র ২০১৮-র রিপোর্ট বলছে, কলকাতায় অপরাধের হার ১৫২.০২ ৷ সেখানে মুম্বই ৩০৯.০৯ , বেঙ্গালুরুতে ৪৭০. ০৪, চেন্নাইয়ে  ৬৭৭. ০৮ এবং  ১৪৫৬.০৭ অপরাধের হার নিয়ে প্রত্যাশিতভাবেই শীর্ষে নয়াদিল্লি   ৷

advertisement

২০১৮ সালে খুনের ঘটনাতেও এগিয়ে রাজধানী এবং পিছনের দিকে রয়েছে  তিলোত্তমা ৷ নয়াদিল্লিতে খুনের ঘটনা ঘটেছে ৪১৬টি। সেখানে কলকাতায় ৫৫ ও মুম্বইতে ৮৫। তবে খুনের চেষ্টার সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বেঙ্গালুরুতে। অভিযোগ সেখানে  সারা বছরে ৬২৫ টি খুনের প্রচেষ্টার মতো ঘটনা ঘটেছে । কলকাতার ক্ষেত্রে খুনের প্রচেষ্টার সংখ্যাটা ১৪৩।  অপহরণ ও আটকে রাখার মতো অপরাধের সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে মুম্বইতে। সেখানে অভিযোগের সংখ্যা মোট ২১৫৯। গত এক বছরে কলকাতায় ৩৭৪ টি অপহরণ ও আটকে রাখার ঘটনা ঘটেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শ্লীলতাহানিও সবচেয়ে বেশি মুম্বইতে। সেখানে অভিযোগ দায়ের হয়েছে ১০৬৯টি। সেখানে কলকাতায় ১৫১টি এমন ঘটনার অভিযোগ নথিবদ্ধ হয়েছে। এই স্বস্তির মধ্যে উদ্বেগও আছে। মারামারির মতো হিংসা কলকাতায় দ্রুত বাড়ছে। এসব ক্ষেত্রে গুরুতর আহতদের সংখ্যাও বেড়ে চলেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
দেশের মধ্যে কলকাতাই সবচেয়ে নিরাপদ শহর, জানাল NCRB
Open in App
হোম
খবর
ফটো
লোকাল