বঙ্গ বিজেপির ডাকা জোট নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ”লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।” ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে ডাক দিয়েছেন, তা তিনি একাই লড়বেন। কেন্দ্রে বিজেপিকে হারানোর জন্য যেমন লড়াই চলবে, ঠিক তেমনই রাজ্যে নো ভোট টু তৃণমূল ও বিজেপি লড়াই চলবে।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম সারির চাকরিপ্রার্থীরাই কাউন্সিলিংয়ে অনুপস্থিত! নিলেন না চাকরি
advertisement
পাশাপাশি গতকাল ভাঙড়ে আরাবুলের বিবৃতি প্রসঙ্গে নওশাদ বলেন, ”আরাবুল ইসলামের কালচার তিনি তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তাকে দল থেকে বহিস্কার করা। আমি ভাঙড় সহ বিভিন্ন জেলার মা বোনেদের জন্য লড়াই করি। তাই ডায়মন্ডহারবারের মা বোনেরা আমাকে ফুল, মালা দিয়ে বরণ করে নেবেন।”
আরও পড়ুন: ফের ইডির তলব অভিষেককে, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
আগামী বছর লোকসভা নির্বাচন। দীপাবলি, বড়দিনের উৎসবের রেশ কাটতে না কাটতেই তাই রাজ্যের ৪২ আসনে হতে চলা মহারণের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শাসক হোক কিংবা বিরোধী, যে যে লোকসভা আসনগুলোতে থাকছে বাড়তি নজর, তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে দুবারের সাংসদ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও সম্ভবত তিনিই প্রার্থী হবেন। রবিবারই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাফ জানিয়ে দেন, দল অনুমোদন দিলে তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে লড়বেন। বর্তমান সাংসদকে প্রাক্তন করার চ্যালঞ্জও ছুঁড়ে দেন নওশাদ। এর আগে, শনিবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল, ”ডায়মন্ড হারবারে অন্য লোককে দাঁড় করিয়ে হারাব। বিজেপিকে জেতাব।”