TRENDING:

Naushad Siddiqui: ভাঙড় নিয়ে অভিযোগ জানাতে নবান্নে নওশাদ সিদ্দিকি, দেখা হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে

Last Updated:

Naushad Siddiqui: বুধবারও অশান্ত ছিল ভাঙড়৷ বুধবার সকাল থেকেই ভাঙড় ১-এর বিডিও অফিসের চারদিকে জমায়েত নজরে পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নবান্নে হাজির হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ভাঙড়ে দু’দিন ধরেই পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে অশান্তি চলছে৷ আর সেই অশান্তির কেন্দ্রে বারংবার উঠে আসছে শাসক দল তৃণমূল ও বিরোধী আইএসএফ-এর নাম৷ তার মধ্যেই হঠাৎ করে নবান্নে নওশাদের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
advertisement

বুধবারও অশান্ত ছিল ভাঙড়৷ বুধবার সকাল থেকেই ভাঙড় ১-এর বিডিও অফিসের চারদিকে জমায়েত নজরে পড়ে৷ তার পর সময় গড়াতেই ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ বিরোধীদের অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতা শাজাহান মোল্লা সশস্ত্র সমর্থকদের নিয়ে সেখানে মিছিল করেন৷ তার পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ তার মধ্যেই বেলা তিনটে নাগাদ নবান্নে চলে আসেন নওশাদ৷

advertisement

আরও পড়ুন: সময়টা খারাপ যাচ্ছে? সম্প্রতি কোনও উপহার পেয়েছেন? জানুন কোনগুলি কাউকে দিতেও নেই, নিতেও নেই!

আরও পড়ুন: রাজ্য পুলিশের জন্য বিরাট নির্দেশ! সব ছুটি বাতিল, বড় চ্য়ালেঞ্জের মুখোমুখি উর্দিধারীরা

তিনি নবান্নে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাঁকে৷ নবান্নের প্রতীক্ষা করেন তিনি বেশ কিছুক্ষণ৷ প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার মাঝেই তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, ভাঙড়ে চলতি অশান্তি নিয়েই তিনি অভিযোগ জানাতে তিনি এসেছেন৷ শোনা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নওশাদ বলেন, ‘বিরোধী থেকে শুরু করে রাজ্যের প্রতিটি মানুষ অত্যাচারিত৷ আমি রাজ্যের অভিভাবককে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এসেছি৷ আজকেও ভাঙড় ১ ব্লকে ব্লক অফিস ঘিরে রাখা হয়েছে৷ আমরা বিরোধীরা মনোনয়ন দিতে পারছি না৷ আমি সেই কারণেই এই অভিযোগ জানাতে এসেছিলাম৷ কিন্তু তিনি বোধহয় ব্যস্ত, তাই সময় দিতে পারেননি৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Naushad Siddiqui: ভাঙড় নিয়ে অভিযোগ জানাতে নবান্নে নওশাদ সিদ্দিকি, দেখা হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল