TRENDING:

Naushad Siddiqui: ভাঙড় নিয়ে অভিযোগ জানাতে নবান্নে নওশাদ সিদ্দিকি, দেখা হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে

Last Updated:

Naushad Siddiqui: বুধবারও অশান্ত ছিল ভাঙড়৷ বুধবার সকাল থেকেই ভাঙড় ১-এর বিডিও অফিসের চারদিকে জমায়েত নজরে পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নবান্নে হাজির হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ভাঙড়ে দু’দিন ধরেই পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে অশান্তি চলছে৷ আর সেই অশান্তির কেন্দ্রে বারংবার উঠে আসছে শাসক দল তৃণমূল ও বিরোধী আইএসএফ-এর নাম৷ তার মধ্যেই হঠাৎ করে নবান্নে নওশাদের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
advertisement

বুধবারও অশান্ত ছিল ভাঙড়৷ বুধবার সকাল থেকেই ভাঙড় ১-এর বিডিও অফিসের চারদিকে জমায়েত নজরে পড়ে৷ তার পর সময় গড়াতেই ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ বিরোধীদের অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতা শাজাহান মোল্লা সশস্ত্র সমর্থকদের নিয়ে সেখানে মিছিল করেন৷ তার পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ তার মধ্যেই বেলা তিনটে নাগাদ নবান্নে চলে আসেন নওশাদ৷

advertisement

আরও পড়ুন: সময়টা খারাপ যাচ্ছে? সম্প্রতি কোনও উপহার পেয়েছেন? জানুন কোনগুলি কাউকে দিতেও নেই, নিতেও নেই!

আরও পড়ুন: রাজ্য পুলিশের জন্য বিরাট নির্দেশ! সব ছুটি বাতিল, বড় চ্য়ালেঞ্জের মুখোমুখি উর্দিধারীরা

তিনি নবান্নে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাঁকে৷ নবান্নের প্রতীক্ষা করেন তিনি বেশ কিছুক্ষণ৷ প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার মাঝেই তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, ভাঙড়ে চলতি অশান্তি নিয়েই তিনি অভিযোগ জানাতে তিনি এসেছেন৷ শোনা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নওশাদ বলেন, ‘বিরোধী থেকে শুরু করে রাজ্যের প্রতিটি মানুষ অত্যাচারিত৷ আমি রাজ্যের অভিভাবককে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এসেছি৷ আজকেও ভাঙড় ১ ব্লকে ব্লক অফিস ঘিরে রাখা হয়েছে৷ আমরা বিরোধীরা মনোনয়ন দিতে পারছি না৷ আমি সেই কারণেই এই অভিযোগ জানাতে এসেছিলাম৷ কিন্তু তিনি বোধহয় ব্যস্ত, তাই সময় দিতে পারেননি৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Naushad Siddiqui: ভাঙড় নিয়ে অভিযোগ জানাতে নবান্নে নওশাদ সিদ্দিকি, দেখা হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল