TRENDING:

'গঙ্গার টানেলের মাটি আমার কাছে, আমি চাই...' কলকাতায় মেট্রো চড়ে আবেগপ্রবণ মোদি কী বললেন?

Last Updated:

PM Modi Metro Inauguration: স্কুলের বাচ্চারাও অনেকে ছিল। তাদের সঙ্গে মোদিকে কথা বলতে দেখা গিয়েছে। তারাও যেন এই প্রকল্প সম্পর্কে জানে। উন্নতির বিষয়ে আগ্রহ দেখায়। কেমন লাগছে মেট্রো চেপে--- জিজ্ঞেস করলেন মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এ দিন যশোর রোড বিমানবন্দরে নরেন্দ্র মোদি মেট্রো সফর করেন, মেট্রোর পরিকাঠামোও খতিয়ে দেখেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তাঁকে বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। যে ত্রিমাত্রিক মডেলগুলো ছিল সেগুলো বোঝানোর চেষ্টা করেন। এর ফলে কলকাতা শহরের স্পিড কতটা বাড়তে চলেছে, মানুষ কত সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেট্রো রেলে সফর করতে পারেন সে বিষয়ে মোদি খোঁজ নিয়েছেন।
কলকাতা শহরের স্পিড কতটা বাড়তে চলেছে, মানুষ কত সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেট্রো রেলে সফর করতে পারেন সে বিষয়ে মোদি খোঁজ নিয়েছেন।
কলকাতা শহরের স্পিড কতটা বাড়তে চলেছে, মানুষ কত সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেট্রো রেলে সফর করতে পারেন সে বিষয়ে মোদি খোঁজ নিয়েছেন।
advertisement

পাশাপাশি যে জায়গাগুলোর কাজ এখনও আটকে রয়েছে বিশেষ করে চিংড়িহাটা— তাঁকে দেখানো হয়েছে এবং তিনি মেট্রোরেলের কর্তাদেরও বলেছেন এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে তড়িঘড়ি সমস্যার সমাধান করুন। মানুষের কাজে লাগবে এমন প্রকল্প নিয়ে আপনাদের এগোতে হবে।

২৫০ কোটির প্রাসাদ! গুঁড়িয়ে দিল বুলডোজার… ধংসস্তূপে মিলল ‘গভীর জলের মাছ’! কে জানেন?

advertisement

নিউ গড়িয়ার অভিজাত আবাসনে খুন! খাটের তলায় উঁকি দিতেই ভয়ঙ্কর দৃশ্য! গৃহকর্ত্রীর এ কী অবস্থা

স্কুলের বাচ্চারাও অনেকে ছিল। তাদের সঙ্গে মোদিকে কথা বলতে দেখা গিয়েছে। তারাও যেন এই প্রকল্প সম্পর্কে জানে। উন্নতির বিষয়ে আগ্রহ দেখায়। কেমন লাগছে মেট্রো চেপে— এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। মূলত মোদি সফর করেন ইয়েলো লাইনেই অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর। তবে বাকি অংশ নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “গঙ্গার নীচ দিয়ে যে মেট্রো টানেল আছে সেটি তৈরি হওয়ার সময় সেখানকার মাটি আমার কাছে রয়েছে। আমি চাই এই মেট্রো প্রকল্প আরও পবিত্র থাকুক।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'গঙ্গার টানেলের মাটি আমার কাছে, আমি চাই...' কলকাতায় মেট্রো চড়ে আবেগপ্রবণ মোদি কী বললেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল