নিজের বন্ধুর সঙ্গে দিদি পুষ্পার প্রেমের সম্পর্ক ছিল, তা নিয়ে দিদির সঙ্গে সম্পর্ক অবনতি হতে শুরু করে। সূত্রের খবর, দিদিকে একাধিকবার সম্পর্ক ছিন্ন করার জন্য হুমকিও দিয়েছিলেন ভাই, সেই সঙ্গে বন্ধুকেও সম্পর্ক ছিন্ন করতে হুমকি দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
advertisement
ওই যুবক মুম্বই থেকে ছুটিতে কলকাতা এসে টের পান তার দিদির সঙ্গে বন্ধুর সম্পর্ক রয়েছে, দিদির ইনস্টাগ্রামেও প্রেম সম্পর্কিত পোস্ট দেখতে পান। তারপরেই দিদিকে শাস্তি দেওয়ার কথা মাথায় আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের একাংশের।
আরও পড়ব: জাদেজার ফর্ম কতটা চিন্তায় রাখছে ভারতকে? সাংবাদিক বৈঠকে বলে দিলেন সিরাজ
পুলিশ মনে করছে এর জেরেই দিদিকে খুন করে ভাই পালিয়ে যান। বুধবার দুপুরে পুষ্পার ভাইকে বাড়িতে দেখেছিলেন প্রতিবেশীরা, ওই দিন দুপুরের পর থেকেই পলাতক পুষ্পার ভাই। বুধবার দুপুরে ৩টে নাগাদ নারকেলডাঙ্গার শিবতলা লেনের বাসিন্দা পুষ্পা কুমারীকে ঘর থেকেই উদ্ধার করা হয়। পরে তাকে নীল রতন সরকার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
