TRENDING:

উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

Last Updated:

উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শহরের কয়েকটি পাব, বার ও নাইটক্লাব মালিকদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশিকা দিল এনসিবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শহরের কয়েকটি পাব, বার ও নাইটক্লাব মালিকদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশিকা দিল এনসিবি। বর্ষবরণের উৎসবের আগে মাদক পাচারের খবর পেলেই অভিযান চালাবে এনসিবি।
advertisement

বছরের শেষে ও বর্ষবরণের মরশুমেই ড্রাগসের হাই টাইম। মওলানা হাসিস বা এলএসডি-র মত মাদক। কয়েকদিন আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জালে ধরা পড়ে মাদক পাচার চক্র। গ্রেফতারও হয় কয়েকজন। মাদক জাল রুখতে তাই তৎপর নারোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার শহরের কয়েকটি পাব, বার ও নাইটক্লাবের মালিকদের সতর্ক করতে একটি বৈঠক ডাকে এনসিবি। বৈঠকে তাঁদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়।

advertisement

মাদক জাল রুখতে সতর্কতা

--------------------------

- মাদকের লেনদেন কীভাবে হয় ?

- মাদকাসক্ত ও কারবারীদের কীভাবে চিনবেন?

- নাইটক্লাবের ভিতরে ঢোকার সময় সতর্কভাবে তল্লাশি

- নাইটক্লাবের গেটে মাদক আইন ও শাস্তির বোর্ড লাগানো বাধ্যতামূলক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন বৈঠকে কলকাতা ও বিধাননগরের ১৬ জন নাইটক্লাব ও বারের মালিককে ডাকা হয়। তবে বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। যাঁরা আসেননি তাঁদের বিষয়ে খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এছাড়াও শহরে মাদক জাল রুখতে দোসরা জানুয়ারির পরে স্কুল ও কলেজ খুললে কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করতে চলেছে এনসিবি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো