TRENDING:

Traffic: সাবধান! ১৭০ জন বাইক আরোহীকে মোটা টাকা জরিমানা, 'ভুল' করলেই ধরছে পুলিশ

Last Updated:

হেলমেট ছাড়া বাইক চালালে সাবধান! গোটা রাজ্যে ট্রাফিক নিয়মে কড়াকড়ি শুরু হয়েছে। আর তাছাড়া যে কোনও বাইকারের নিজস্ব নিরাপত্তার জন্যও হেলমেট পরাটা জরুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হেলমেট ছাড়া বাইক চালালে সাবধান! গোটা রাজ্যে ট্রাফিক নিয়মে কড়াকড়ি শুরু হয়েছে। আর তাছাড়া যে কোনও বাইকারের নিজস্ব নিরাপত্তার জন্যও হেলমেট পরাটা জরুরি। আর তাই বারবার একই কথা বুঝিয়ে চলেছে প্রশাসন। তবে এখনও অনেকেই নিয়ম মানছেন না। ফলে এবার আরও কড়াকড়ি হতে চলেছে ট্রাফিক নিয়মে।
News18
News18
advertisement

ইতিমধ্যে ট্রাফিক আইনে জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে অনেকটাই। তার পরও অনেকেই হেলমেট না পরে ঝুঁকি নিয়ে বাইক চালাচ্ছেন। এবার মহেশতলায় বাটা মোড়ে পুলিশের স্পেশাল নাকা চেকিংয়ে অনেকেই মুশকিলে পড়লেন। হেলমেট ছাড়া ১৭০ জন বাইক আরোহীকে দিতে হয় ১ হাজার টাকা করে জরিমানা।

আরও পড়ুন- কিশোরের ফুসফুসে আড়াই ইঞ্চির পিন, কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচার! দেখুন ভিডিও

advertisement

পথ দুর্ঘটনা বেড়েই চলেছে রাজ্যজুড়ে। আর একের পর এক দুর্ঘটনা রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তৎপর। এদিন রবীন্দ্রনগর, বজবজ, মহেশতলার ট্যাফিক গার্ডের যৌথ উদ্যোগে বাটা মোড়ে পথ দুর্ঘটনা রুখতে চলছে স্পেশাল নাকা চেকিং। হেলমেট ছাড়া বাইক আরোহীদের আটকে সচেতন করার পাশাপাশি মেশিনের সাহায্যে নেওয়া হয় ১০০০ টাকা জরিমানা।

পথ দুর্ঘটনা রূখতে পুলিশের নয়া উদ্যোগ। হেলমেট ছাড়া বাইক চালালে দিতে হবে জরিমানা। তাই বাইক আরোহীরা সতর্ক থাকুন। এদিন আবার নাকা চেকিং চলাকালীন একটি স্কুটি দ্রুত গতিতে চলার সময় চাকা পিছলে যায়। রাস্তায় উল্টে পড়ে গুরুতর আহত হন স্কুটিতে থাকা মহিলা। সেই সময় কর্মরত পুলিশকর্মীরা ছুটে গিয়ে গুরুতর আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

-সমীর মণ্ডল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Traffic: সাবধান! ১৭০ জন বাইক আরোহীকে মোটা টাকা জরিমানা, 'ভুল' করলেই ধরছে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল