ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের নানা কাজ কর্মের ছবি সহ একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে । মিউজিক ভিডিও র নাম আমাদের গর্ব একশো এক ওয়ার্ড । কোভিদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা পুরসভা ভোট ।সব ঠিক থাকলে এই সময় ভোট হওয়ার কথা ছিল । তবে ভোট এখুনি না হলেও নিজের প্রচার সেরে রাখছেন বাপ্পা । নচিকেতা তার ওয়ার্ডের উন্নয়ন নিয়ে গান বাঁধায় উচ্ছসিত তিনি ।বাপ্পার কথায় " ওনার সঙ্গে আমার সম্পর্ক পরিবারের মতোই । আমার ওয়ার্ডে ওনার নামে চায়ের দোকান আছে । উনি প্রায়ই আসেন আমাদের ওয়ার্ডে । তাই ভালোবেসে গেয়ে দিয়েছেন । আর কি বলছেন শিল্পী নচিকেতা ? বলছেন " একশো এক নম্বর ওয়ার্ডে সত্যিই ভালো কাজ করেছে বাপ্পা । তাই ওকে ভালোবেসে এই প্রচার গানটা গেয়েছি " । তার গান নয়ের দশকে বদলে দিয়েছিল সংগীতের পরিভাষা । সারা জীবন নানা গান গাইলেও এক কাউন্সিলরের হয়ে প্রচার সংগীত এই প্রথম । আর তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য পুরসভার কাউন্সিলর মহলে ।
advertisement
SOURAV GUHA