TRENDING:

Nabanna Abhijan Update: পুলিশের লাঠিচার্জ, রাস্তার উপরেই বসে পড়লেন শুভেন্দু অধিকারী! নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পার্ক স্ট্রিট

Last Updated:

পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট মোড়৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতেও৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবান্ন অভিযানকে কেন্দ্র করে পার্ক স্ট্রিটে ধুন্ধুমার৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট৷ শেষ পর্যন্ত পার্ক স্ট্রিট মোড়েই বিজেপি বিধায়কদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, অশোক দিন্দা সহ বিজেপি বিধায়করা৷
পার্ক স্ট্রিট মোড়ে শুভেন্দু অধিকারী৷
পার্ক স্ট্রিট মোড়ে শুভেন্দু অধিকারী৷
advertisement

পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট মোড়৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতেও৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানের মিছিলে যোগ দিয়েছিলেন৷ যদিও দলীয় পতাকা ছাড়াই মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা৷ শুভেন্দু অধিকারী শুরুতেই বলে দেন, যেখানেই তাঁকে আটকানো হবে, রাস্তার উপরে তিনি বসে পড়বেন৷

advertisement

বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ,  ‘নির্যাতিতার বাবা-মাকে মারা হয়েছে৷ বিজেপি বিধায়কদের মারা হয়েছে৷ অন্তত একশো জন এখানেই আহত হয়েছেন৷ আমাকে মারা হয়েছে৷ বাংলা বনাম মমতার লড়াই শুরু হয়ে গিয়েছে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পার্ক স্ট্রিট থেকে জহরলাল নেহরু রোড হয়ে নবান্নের দিকে এগনোর জন্য প্রথমে মিছিল নিয়ে এগনোর চেষ্টা করেন শুভেন্দু অধিকারী৷ পুলিশের বাধা পেয়ে ফের মিছিলের অভিমুখ বদলের চেষ্টা করা হয়৷ কিন্তু চারপাশ থেকে ব্যারিকেড করা থাকায় মিছিল এগোতে পারেনি৷ এর পরই উত্তেজনা ছড়ায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan Update: পুলিশের লাঠিচার্জ, রাস্তার উপরেই বসে পড়লেন শুভেন্দু অধিকারী! নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পার্ক স্ট্রিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল